খেলাধুলা

বাতিলের শঙ্কা মাথায় নিয়েই শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ 

গেটের ভেতরে ও বাইরে দৃশ‌্যে কতটা পার্থক‌্য! গেটের ভেতরে ১২ দলের প্রথম বিভাগ ক্রিকেট লিগের অনাড়ম্বর ট্রফি অনুষ্ঠান। গেটের বাইরে একই লিগের আট দলের ‘ক্রিকেট বাঁচাও’ কর্মসূচি! স্থান, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সময়, দুপুর ১২টা থেকে বিকেল ৪টা। 

দুই দফা পেছানোর পর প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হচ্ছে আগামীকাল ১৪ ডিসেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনকে ঘিরে ঢাকার ক্লাবগুলোর মধ্যে দূরত্ব বেড়েছে। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স এসোসিয়েশনের ব্যানারে ৪৩টি ক্লাব একজোট হয়ে সিসিডিএম-এর আওতাভুক্ত সকল লিগ বর্জনের হুমকি দিয়েছে। তবে, বাকিদের নিয়েই শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। লিগের ২০টি ক্লাবের মধ্যে ১২টি ক্লাব বার্ষিক অনুদানের চেক পেয়েছে। বাকি ৮ ক্লাব লিগে অংশগ্রহণ করবে না।

সেই ক্লাবগুলোর ৫০-৬০ ক্রিকেটার শনিবার মিরপুরে হাজির হয়েছিলেন প্রতিবাদ জানাতে। তাদের হাতে ছিল, ‘ঢাকা লিগ বন্ধ কেন, ক্রিকেট বাঁচাও ক্রিকেট বাঁচাও’, ‘সবাই মাঠে খেলতে চাই’, ‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই’ প্লেকার্ড। পরের তাদের ১০-১২ জনের প্রতিনিধি দল গিয়েছিলেন বিসিবি কার্যালয়ে। নিজেদের ৪ দফা দাবি পেশ করেন তারা।  

আগামীকাল লিগ শুরু হচ্ছে ঠিকই। কিন্তু রয়েছে বাতিলের শঙ্কা। বিদ্রোহী সূর্যতরুণ, ওরিয়েন্ট, আম্বার স্পোর্টিং, পারটেক্স স্পোর্টিং, কাকরাইল বয়েজ, খেলাঘর, কলাবাগান ও গাজী টায়ার্স ক্লাবকে রেখেই সাজানো হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচি। 

কিন্তু প্রথম রাউন্ডে বিদ্রোহী ক্লাবগুলো অংশ না নিলে টুর্নামেন্ট কীভাবে আগাবে, টুর্নামেন্টের ভবিষ‌্যৎ কী হবে, কোন প্রক্রিয়ায় রেলিগেশন হবে, পয়েন্ট প্রক্রিয়া কেমন হবে সেসব নিয়ে উঠেছে প্রশ্ন। এই অনিশ্চয়তার মধ্যেই শনিবার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির সামনে ১২ ক্লাবের অধিনায়ক নিয়ে হয়েছে ফটোসেশন।