খেলাধুলা

বিশৃঙ্খলতায় পণ্ড মেসিকে ঘিরে কলকাতার আয়োজন

১৪ বছর পর লিওনেল মেসি কলকাতায়। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে উৎসবে সেজেছিল কলকাতা। কিন্তু চরম বিশৃঙ্খলতায়, অব্যবস্থাপনায় পণ্ড মেসিকে ঘিরে কলকাতার প্রায় সব আয়োজন।

যাদের জন্য মেসিকে কলকাতায় নিয়ে আসা, সমর্থকরা… তারা দেখাই পেলেন না মেসির। এতে ক্ষুব্ধ হয়ে তারা সল্ট লেগে তাণ্ডব চালান। গ্যালারির সিট উপড়ে ফেলা, বোতল ছোঁড়া, মাঠে ঢুকে লণ্ডভণ্ড করাসহ স্টেডিয়ামের কার্পেট তুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী। একইসঙ্গে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে মেসিকে ভারতে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। মেসির সঙ্গে তার হায়দ্রাবাদে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি। দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা পেলে তাকে ছাড়া হতে পারে খবর একাধিক গণমাধ্যমের।

গতকাল দিবাগত রাত ২টা ১০ মিনিটে কলকাতায় পৌঁছান মেসি। সকালে ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধনের পর ১২টায় সল্ট লেগে যান। মেসিকে দেখার জন্য টিকিট কেটে গ্যালারিতে যান দর্শকরা। কিন্তু অধিকাংশেরই সেই প্রত্যাশা পূরণ হয়নি।

প্রথমত, মেসিকে ঘিরে থাকা নিরাপত্তা কর্মীদের কারণে তাকে দেখা যায়নি। এরপর একের পর এক রাজনৈতিক নেতা, অভিনেতারা তাকে ঘিরে রাখেন। হট্টগোল শুরু হলে মেসিকে সরিয়ে নেন আয়োজকরা। তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেন সমর্থকরা। সল্ট লেকে বসে একটি ম্যাচ দেখার কথা ছিল মেসির। তা হয়নি। পরবর্তীতে হোটেলে ফিরে তার ফটোশুটে অংশ নেওয়ার কথা ছিল। সেটাও হয়নি।

মেসির পরের গন্তব্য হায়দ্রাবাদ। কলকাতার অভিজ্ঞতা থেকে হায়দ্রাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজীব গান্ধী স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন ম্যাচ আয়োজন করা হয়েছে। এরপর রয়েছে মিউজিক‌্যাল নাইট।

আগামীকাল মুম্বাই এবং পরের দিন নয়া দিল্লিতে যাওয়ার কথা রয়েছে ফুটবল জাদুকরের।