খেলাধুলা

অ্যানফিল্ডের নয়া সম্রাট সালাহ

অফ-ফর্মে থাকা এবং কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে ছিলেন মোহাম্মদ সালাহ। কিন্তু সমালোচনার জবাব তিনি দিলেন রেকর্ড ভেঙে! ব্রাইটনের বিপক্ষে অ্যানফিল্ডে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ২-০ গোলের গুরুত্বপূর্ণ জয়ে মাঠে ফিরেই নতুন ইতিহাস গড়লেন এই মিশরীয় ফরোয়ার্ড। বদলি হিসেবে নেমেই একটি অ্যাসিস্ট করে সালাহ এখন প্রিমিয়ার লিগের ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল অবদানের (গোল+অ্যাসিস্ট) মালিক।

দীর্ঘদিন ধরে এই মর্যাদাপূর্ণ রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েন রুনির দখলে (২৭৬টি গোল অবদান)। ব্রাইটনের বিপক্ষে হুগো একিতিকের দ্বিতীয় গোলে সহায়তা করে সালাহ তার মোট গোল অবদান সংখ্যা ২৭৭-এ উন্নীত করেন, যা প্রিমিয়ার লিগের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ।

প্রথমার্ধে ডিফেন্ডার জো গোমেজের চোটের কারণে অপ্রত্যাশিতভাবে মাঠে নামেন সালাহ। কোচ আর্নে স্লটের এই সিদ্ধান্ত দলের জন্য আশীর্বাদ হয়ে আসে। মাঠে নামার সঙ্গে সঙ্গেই লিভারপুলের আক্রমণে যেন নতুন প্রাণ ফেরে। শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে এই মিশরীয় তারকার অবদান ছিল অনস্বীকার্য।

জানা যায়, মাঝ সপ্তাহে ইন্টার মিলানের বিপক্ষে স্কোয়াডেই না থাকা এবং কোচ স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন থাকলেও, এই ম্যাচের আগে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে দলে ফেরেন সালাহ।

লিভারপুলের জার্সিতে সালাহ এখন পর্যন্ত ১৮৮টি গোল করেছেন এবং ৮৯টি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ, তার নামের পাশে মোট ২৭৭টি গোল অবদান জমা হলো। তবে এই রেকর্ডের আনন্দ ক্ষণস্থায়ী হতে পারে।

সামনেই আফ্রিকা কাপ অব নেশনস খেলতে জাতীয় দল মিশরের সঙ্গে যোগ দেবেন তিনি। ২০১০ সালের পর দেশকে আবারও মহাদেশীয় শিরোপা এনে দেওয়ার স্বপ্ন দেখছেন এই ফরোয়ার্ড। এর পাশাপাশি, জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো খোলার সময় সালাহর ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত থাকায় তার ক্লাব ছাড়া নিয়েও জল্পনা এখন তুঙ্গে।