খেলাধুলা

টাকার অঙ্কে ইতিহাস: ৯.২০ কোটিতে কেকেআরে মোস্তাফিজ

আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের দর-দামের পুরনো সব রেকর্ড ভেঙে দিলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লক্ষ ভারতীয় রুপির বিশাল অঙ্কের বিনিময়ে এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করে মোস্তাফিজকে ছিনিয়ে নিল শাহরুখ খানের দল।

আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। এর মধ্য দিয়ে মোস্তাফিজ কেবল বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামই পেলেন না, তিনি নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতেও যোগ দিলেন।

ষষ্ঠ আইপিএল ঠিকানা: আইপিএল ক্যারিয়ারে মোস্তাফিজের জন্য এটি হতে চলেছে ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং সর্বশেষ চেন্নাই সুপার কিংসের মতো দলে খেলেছেন। নতুন দল কলকাতা নাইট রাইডার্সের মাধ্যমে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তার অভিজ্ঞতা আরও বাড়বে।

আইপিএল ক্যারিয়ারে ৮টি মৌসুমে ৬০টি ম্যাচ খেলে মোস্তাফিজুর রহমান ৬৫টি উইকেট শিকার করেছেন। ডেথ ওভারে তার মারাত্মক ইয়র্কার এবং স্লোয়ার ডেলিভারি কেকেআর-এর বোলিং আক্রমণকে আরও ধারালো করবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।