‘রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ- ২০২৫ পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্সের’ কোয়ার্টার ফাইনাল আগামীকাল। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় দিনে আজ রাউন্ড অফ সিক্সটিনে জয় পেয়েছে চ্যানেল আই, সময় টিভি, কালের কণ্ঠ, আরটিভি, সমকাল, চ্যানেল টুয়েন্টিফোর, জাগো নিউজ ও ক্রিকফেঞ্জি।
বাংলাদেশ প্রতিদিন ও আরটিভির মধ্যকার ম্যাচে আরটিভি ৪ উইকেটে জয়ী হয়। বাংলাদেশ প্রতিদিন আগে ব্যাটিং করে ৭০ রান করে। আরটিভি ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়। বিজয়ী দলের মুমছাদ ২০ রানে ১ উইকেট ও ১১ বলে ৩১ রান করে ম্যাচ সেরা হন।
ডেইলি স্টার চ্যানেল টোয়েন্টিফোরের ম্যাচে রেকর্ড সংখ্যক রান হয়েছে। প্রথমে ব্যাট করে চ্যানেল টোয়েন্টিফোর ১৫৬ রান করে; যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ। ৮ বলে ৩৪ রান করেন জহির সাগর। ১০ বলে ৩০ সজীব, ৭ বলে ২৯ রাফসান ও ৫ বলে ১৭ রান করেন তৌহিদ। জবাব দিতে নেমে ৭৬ রানের বেশি করতে পারেনি দ্য ডেইলি স্টার। ম্যাচ সেরা হন চ্যানেল টোয়েন্টিফোরের জহির সাগর।
ক্রিকফ্রেঞ্জি ৩ উইকেটে হারিয়েছে বাংলা ভিশনকে। বাংলা ভিশন ১০৪ রান করে মাহফুজুরের ৩৩ রানের উপর ভর করে। ক্রিকফেঞ্জির কাউসার ৮ বলে ৩৪ রান করে দলের দুর্দান্ত জয় এনে দেয়ার পাশাপাশি টানা দ্বিতীয় ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন।
সমকাল ও ঢাকা পোস্টের ম্যাচে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক হয়েছে। ঢাকা পোস্টের মনি আচার্য্য হ্যাটট্রিক করেন। হ্যাটট্রিকপূর্ণ ম্যাচেও হেরেছে ঢাকা পোস্ট। সমকাল ২৮ রানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ম্যাচ সেরা হয়েছে সমকালের মেহেদী।
জাগো নিউজ ৪২ রানে ডেইলি সানকে হারিয়েছে। আগে ব্যাটিং করে জাগো নিউজ ১০৫ রান করে। ডেইলি সান ৬৩ রানের বেশি করতে পারেননি। জাগো নিউজের অনিমেষ হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ।
চ্যানেল আই ২০ রানে জিতেছে বৈশাখী টিভির বিপক্ষে। চ্যানেল আই আগে ব্যাটিং করে নীলাদ্রির ১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ১০৭ রান করে। জবাবে বৈশাখী টিভির ইনিংস থেমে যায় ৮৭ রানে। ব্যাটিংয়ের পর বোলিংয়েও আগুন ঝরান নীলাদ্রী। বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। কালের কন্ঠ ৪ উইকেটে জিতেছে এটিএন নিউজের বিপক্ষে। আগে ব্যাট করে এটিএন নিউজ ৮৫ রান করে। কালের কন্ঠ ৪.৫ ওভারে এক উইকেট হারিয়ে ম্যাচ জেতে। বিজয়ী দলের জহির বোলিংয়ে এক উইকেট ও ব্যাটিংয়ে ৪ বলে ১৪ রান করে ম্যাচ সেরা হন। এখন টিভিকে ৫ উইকেটে হারিয়েছে সময় টিভি। এখন টিভি আগে ব্যাটিং করে ৯৭ রান করে। সময় টিভি ৪.৪ ওভারে লক্ষ্যপূরণ করে। আট বলে ৩৪ রান করে প্রীতম ম্যাচ সেরা হন।
আজ ম্যাচ সেরার পুরস্কার প্রদান করেন বাংলাদেশ ওয়ানডে দলের প্রথম অধিনায়ক ও ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রথম অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস, যুব বিশ্বকাপ হকিতে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশ অ-২১ দলের অন্যতম তারকা খেলোয়াড় আমিরুল ইসলাম, বিএসজেএ’র সিনিয়র সদস্য শফিকুল করিম সাবু।