খেলাধুলা

৮ উইকেটে হেরে ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের

যুব এশিয়া কাপের ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাইর সেভেন স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। টস হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ২৬.৩ ওভারে ১২১ রানে অলআউট হয়। জবাবে ১৬.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১২২ রান করে জয় নিশ্চিত করে পাকিস্তানের যুবারা। নিশ্চিত করে ফাইনাল। রোববার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

রান তাড়া করতে নেমে ১ রানেই উইকেট হারায় পাকিস্তান। ইকবাল হোসেন ইমনের বলে ডাক মেরে ফেরেন হামজা জহুর। সেখান থেকে সামির মিনহাজ ও উসমান খান ৮৫ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। ৮৬ রানের মাথায় উসমান খান ২ চার ও ২ ছক্কায় ২৭ রান করে আউট হন। এরপর সামির ও আহমেদ হুসাইন মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সামির ৬টি চার ও ২ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১১ রানে অপরাজিত থাকেন আহমেদ।

তার আগে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় চ্যালেঞ্জিং স্কোর গড়তেও ব্যর্থ হয় তারা। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কেবল তিনজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে সামিউন বসির ১ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৩ রান করেন। আজিজুল হাকিম করেন ২০ রান। আর রিফাত বেগ করেন ১৪ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

বল হাতে পাকিস্তানের আব্দুল সুবহান ৬ ওভারে ১ মেডেনসহ ২০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। আর হুজাইফা আহসান ২ ওভারে ১০ রানে নেন ২টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন আলী রেজা, মোহাম্মদ সাইয়াম ও আহমেদ হুসাইন।