খেলাধুলা

অনিশ্চয়তা পেরিয়ে বিপিএলে আলোর অপেক্ষা

দুর্বৃত্তের গুলিতে নিহত ওসমান হাদির প্রয়াণে শোকাহত পুরো দেশ। গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদি। ছয়দিন মৃতু‌্যর সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি।

তার মৃতু‌্যতে আজ সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এছাড়া অপ্র‌ত‌্যাশিত এই ঘটনার কারণে পুরো দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন। একদিকে শোক, অন‌্যদিকে উৎকণ্ঠা-শঙ্কা। কোন পরিস্থিতি হতে যাচ্ছে সামনে তা নিয়ে প্রশ্ন চারিদিকে।

এমন কঠিন পরিস্থিতিতে আগামী ২৬ ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন সারাদেশ থেকে নেতাকর্মী ঢাকায় জড়ো হবেন। এজন‌্য ২৪ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে বিসিবি।

কিন্তু মাঠের খেলা কি পিছিয়ে যাবে? বিসিবি থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি বিপিএলের দল রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম দল হিসেবে আজ মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন শুরু করেছে রাজশাহী।

মাঠে নামার আগে হাদির মৃতু‌্যতে এক মিনিট নিরাবতা পালন, দেশ-জাতি এবং রাজশাহী ওয়ারিয়র্সের জন‌্য দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। রাজশাহী কর্তৃপক্ষ জানিয়েছে, হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অংশ হিসেবে জার্সি উৎসর্গ করেছে রাজশাহী। পাশাপাশি জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিটি। ফেসবুক পেজে জার্সি উন্মোচন করবে তারা।

ঘণ্টা তিনেকের অনুশীলন শেষে হান্নান সরকার নিজের উৎকণ্ঠার কথা জানান, ‘‘সত্যি বলতে, দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই কিছুটা শঙ্কিত, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি নিয়ে। তবে ক্রিকেট বোর্ড নিশ্চয়ই এটি দেখাশোনা করছে। দল হিসেবে আমরা আমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। যেকোনো কাজের ক্ষেত্রে নিরাপত্তা সবার আগে।’’

রাজশাহীর আজকের অনুশীলনে বিদেশি কেউ ছিলেন না। ২২ ডিসেম্বর দলের ৬ বিদেশি ক্রিকেটার চলে আসবেন। ২৩ ডিসেম্বর দলটি চলে যাবে সিলেটে। জানা গেছে, পাকিস্তানের সাহেবজাদা ফারহান, হুসাইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, জানানদাদ এবং নেপালের সন্দীপ লামিচানে ও শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো ২৩ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেবেন।

শান্ত, তানজিদ, মুশফিকুর, আকবর, জিসান, জাকের, রিপন মণ্ডলদের নিয়ে শক্তিশালী দল গড়েছে রাজশাহী। নিজের দল নিয়ে বড় আশা হান্নানের। দলকে চ‌্যাম্পিয়ন করাতে চান তিনি, ‘‘চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য থাকে, তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। বিপিএলে ফ্র্যাঞ্চাইজি মালিক এবং ম্যানেজমেন্ট যখন দায়িত্ব নেয়, তখন লক্ষ্য থাকে সেরা হওয়া। তবে ক্রিকেটে ভাগ্যেরও একটা ব্যাপার থাকে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছি।’’

মুশফিকুর এই দলের নিশ্চিতভাবেই বড় তারকা। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিকুরকে শুধু মাঠে খেলাই নয়, একজন নেতা হিসেবে দেখছেন হান্নান, ‘‘নিলামের পর মুশফিকের সাথে আমার এবং শান্তর কথা হয়েছে। মুশফিক খুবই পজিটিভ। তিনি রাজশাহীর ছেলে, তাই ঘরের মাঠে খেলার একটি আবেগ তার আছে। মুশফিক আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়, তাকে আমরা একজন লিডার হিসেবেই দেখছি। তার অভিজ্ঞতা আমাদের দলের জন্য বড় পাওয়া।’’

মুশফিকুর কিপিং করবেন কিনা সেটা খোলাসা করে বলেননি হান্নান। তবে আজ প্রথম দিনের অনুশীলনে মুশফিকুরকে কিপিং গ্লাভস হাতে অনুশীলনে দেখা যায়, ‘‘এটা তো আসলে সময়ই বলে দেবে। টিম কম্বিনেশনে মুশফিক একটু প্রায়োরিটিতে থাকবে কারণ সে কিপিংটা বেশি এনজয় করে। কিপিং করার সময় সে খেলায় খুব ইনভলভ থাকে। মুশফিকের মতো একজন কিপার উইকেটের পেছনে থাকলে বোলিং বা টিম হ্যান্ডেল করা ক্যাপ্টেনের জন্য খুব সহজ হয়ে যায়। যদি অন্য কেউ ক্যাপ্টেন হয়, সেও মুশফিকের গাইডেন্স পাবে। আকবরও যথেষ্ট ক্যাপাবল। তবে মুশফিক কীভাবে চিন্তা করছে তার ওপর ভিত্তি করে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

রাজশাহী অধিনায়ক হিসেবে শান্তকেই বেছে নেবে। হান্নানের কথাতেও সেই ইঙ্গিত পাওয়া গেল, ‘‘শান্ত যথেষ্ট ক্যাপাবল একজন ক্যাপ্টেন। তবে সে রাজশাহীর ক্যাপ্টেন হবে কি না তা এখনই বলছি না, পরে আলোচনা করে জানাব। শান্ত একজন ভালো টিম ম্যান। টিমের রেজাল্ট করার পেছনে 'টিম ম্যান' হওয়া খুব জরুরি। নিজে পারফর্ম না করলেও টিমের কাছ থেকে কীভাবে ভালোটা আদায় করে নিতে হয়, তা শান্ত ভালো জানে। আবাহনীতেও আমরা তার ফল দেখেছি। শান্তর সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং চমৎকার।’’