ইতিহাদ স্টেডিয়ামে আরলিং হালান্ড মানেই যেন রেকর্ডের নতুন কোনো পরিচ্ছেদ। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও তার ব্যতিক্রম হলো না। জোড়া গোল করে কেবল দলকে ৩-০ ব্যবধানের বড় জয়ই এনে দেননি এই নরওয়েজীয় গোলমেশিন, বরং প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলসংখ্যায় ছাড়িয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। হালান্ডের এই কীর্তির দিনে লিগ টেবিলের শীর্ষস্থানটিও পুনরুদ্ধার করেছে পেপ গুয়ার্দিওলার দল।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল সিটি। পঞ্চম মিনিটেই দলকে লিড এনে দেন হালান্ড। ফিল ফোডেনের পাস থেকে নেওয়া তার প্রথম শট ওয়েস্ট হ্যাম গোলরক্ষক আরিওলা ফিরিয়ে দিলেও ফিরতি শটে জালের ঠিকানা খুঁজে নিতে ভুল করেননি তিনি। এই গোলের মাধ্যমেই প্রিমিয়ার লিগে রোনালদোর ১০৩ গোলের রেকর্ড স্পর্শ করেন হালান্ড।
ম্যাচের ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি যখন করলেন, তখন তিনি এককভাবে ছাড়িয়ে যান রোনালদোকে। রিকো লুইসের পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশিং দেন এই স্ট্রাইকার। প্রিমিয়ার লিগে পর্তুগিজ কিংবদন্তির চেয়েও কম ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছালেন তিনি।
ম্যাচে হালান্ড একা নন, সিটির মাঝমাঠ ও আক্রমণভাগের রসায়ন ছিল চোখে পড়ার মতো। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। রায়ান শের্কির তৈরি করে দেওয়া সুযোগে হালান্ড নিজে শট না নিয়ে পাস দেন টিজার রেইন্ডার্সকে, যা থেকে গোল করতে কোনো ভুল করেননি তিনি।
দ্বিতীয়ার্ধে ওয়েস্ট হ্যাম ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সিটির গোলবারের নিচে ‘দেওয়াল’ হয়ে দাঁড়িয়ে ছিলেন জানলুইজি দোন্নারুম্মা। ৪৭ ও ৭৬ মিনিটে সামারভিলের নিশ্চিত গোলের প্রচেষ্টা রুখে দিয়ে ক্লিন শিট নিশ্চিত করেন এই ইতালিয়ান কিপার। যোগ করা সময়ে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারত।
এই জয়ের পর ১৭ ম্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের এক নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সামনে সুযোগ রয়েছে তাদের পরবর্তী ম্যাচে জিতে আবারও শীর্ষে ফেরার।