খেলাধুলা

মুশফিক ভাইকে দলে পাওয়া বড় ‘ব্লেসিং’: আকবর

দুজনের ভূমিকা একই রকম। উইকেটরক্ষক ব‌্যাটসম‌্যান। তারচেয়েও বড় ভাবনার বিষয়, দুজনের একই ব‌্যাটিং পজিশন। চার নম্বর। মুশফিকুর রহিম নাকি আকবর আলী রাজশাহী ওয়ারিয়র্স এবার কাকে বেছে নেবে সেরা একাদশে। হয়তো দুজনই খেলতে পারেন। আকবরের ব‌্যাটিং পজিশন নড়চড় হতে পারে। কিংবা পরিস্থিতি বুঝে মুশফিকুরেরও। তবে উইকেটের পেছনে কে দায়িত্ব সামলাবেন সেটা নিয়ে জল্পনা কল্পনা থেমে নেই।

২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল। তারকা ক্রিকেটারদের নিয়ে বিগ বাজেটের দল গড়েছে রাজশাহী। আকবর, মুশফিকুর ছাড়াও দলে আছেন তানজিদ, শান্তদের মতো তারকা ক্রিকেটার। সবচেয়ে অভিজ্ঞ বলতে আছেন মুশফিকুর। তার দলে থাকা আকবর বলছেন, ‘‘ব্লেসিং।’’

বাকিটা তার মুখ থেকেই শুনুন, ‘‘মুশফিক ভাইয়ের কথা বললেন, অবশ্যই তাকে দলের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং। তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা খেলোয়াড়ই তার থেকে নিতে পারে। আমরাও চেষ্টা করবো যে তার থেকে যতটা সম্ভব নেয়া যায় আসলে।’’

উইকেটের পেছনে কে দায়িত্ব পালন করবেন তা অনেকটাই পরিস্কার। সেটা মুশফিকুর রহিমই। আকবর ব‌্যাটসম‌্যান হিসেবেই খেলবেন। যে পজিশনেই খেলুক না কেন, যে কয়েক ম‌্যাচই খেলার সুযোগ পান না কেন, পারফরম‌্যান্সের ডালা মেলে ধরতে চান তিনি, ‘‘প্রত্যেকটা খেলোয়াড় প্রত‌্যাশা করে যে আমি খেলবো। প্রত‌্যাশা আমারও ওটাই আছে যে, আমি খেলবো। এটা টিম ম‌্যানেজমেন্টের সিদ্ধান্ত। যখনই প্রয়োজন পড়বে যে কোনো ভূমিকায় আমি খেলার জন‌্য প্রস্তুত আছি।’’

ঘরোয়া ক্রিকেটে ডাবল জিতেছিলেন আকবর। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির পাশাপাশি বড় দৈর্ঘর প্রতিযোগিতার শিরোপাও জিতেছেন। জাতীয় ক্রিকেট লিগে আকবরের পারফরম‌্যান্সও বেশ উজ্জ্বল। পারফরম‌্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার প্রত‌্যাশা তার, ‘‘অবশ্যই লক্ষ্য আছে যে যখনই সুযোগ পাবো তখনই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করা এবং যেটা বলছেন যে হ্যাঁ এনসিএলটা আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে এবং চেষ্টা করবো যে সেখানে যেরকম মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করেছি সেগুলো নিয়েই সেটাই আসলে কন্টিনিউ করার।’’