আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এক ওভারে ৫ উইকেট নিয়েছেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা।
আন্তর্জাতিক ক্রিকেটে ওভারে ৫ উইকেট এই প্রথম হলেও ঘরোয়া টি-টোয়েন্টিতে এমন ঘটনা আগে দুবার ঘটেছে। বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন এবং ভারতের অভিমন্যু মিঠুন এমন কীর্তি করেন।
আল-আমিন ২০১৩-১৪ মৌসুমে সিলেটে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে এক ওভারে ৫ উইকেট নেন। অন্যদিকে অভিমন্যু মিঠুন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে কর্ণাটকের হয়ে এক ইউকেটে ৫ উইকেট পেয়েছিলেন।
মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে ২৮ বছর বয়সী প্রিয়ান্দানা গড়েছেন ইতিহাস। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৭ রান তোলে ইন্দোনেশিয়া। জবাব দিতে নেমে ১৫ ওভারে ১০৬ রান করে কম্বোডিয়া। এরপর ১ ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রিয়ান্দানা।
ওভারের প্রথম ৩ বলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চতুর্থ বল ছিল ডট। ওভারের শেষ ২ বলে তার ঝুলিতে আবারও উইকেট যুক্ত হয়। মাঝে তিনি একটি ওয়াইড দেন। তাতেই হয়ে যায় বিশ্ব রেকর্ড।
প্রিয়ান্দানার দারুণ বোলিংয়ে ৬০ রানের বিশাল জয় পায় ইন্দোনেশিয়া।