খেলাধুলা

ভারত সফরে কিউইদের নতুন ‘রণকৌশল’

আসন্ন জানুয়ারিতে ভারতের কঠিন কন্ডিশনে লড়াইয়ের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে ঘোষিত এই দলে যেমন রয়েছে একঝাঁক নতুন মুখ, তেমনি চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ কয়েকজন তারকা। তবে ওয়ানডে সিরিজে বিশ্রামে রাখা হয়েছে দলের নিয়মিত অনেক মুখকে।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে বড় ধরনের চমক দিয়েছে কিউই নির্বাচকরা। বাঁ-হাতি স্পিনার জেইডেন লেনক্স প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে ধারাবাহিক সাফল্য এবং নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। লেনক্সের সাথে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, আদিথ্য অশোক, জস ক্লার্কসন ও মাইকেল রায়ে।

নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার পুরোপুরি সুস্থ না হওয়ায় ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। এসএ২০ লিগে খেলার কারণে অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে এই সিরিজে পাওয়া যাবে না। এছাড়া তৃতীয় সন্তানের জন্মলগ্নে পরিবারের পাশে থাকতে ছুটি নিয়েছেন টম ল্যাথাম। টানা খেলার মধ্যে থাকায় বিশ্রাম দেওয়া হয়েছে রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে।

ওয়ানডেতে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে ফিরছেন মিচেল স্যান্টনার। চোট কাটিয়ে এই ফরম্যাটে আরও ফিরেছেন মার্ক চ্যাপম্যান ও গতি তারকা ম্যাট হেনরি। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে হেনরিকে ক্ষুদ্রতম ফরম্যাটে রাখা হলেও ওয়ানডেতে তার ফেরার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। টি-টোয়েন্টি স্কোয়াডে পাওয়ার হিটার হিসেবে সুযোগ পেয়েছেন বেভন জ্যাকস ও টিম রবিনসন।

নিউ জিল্যান্ডের কোচ বব ওয়াল্টার এই সফরকে নতুনদের জন্য বড় এক মঞ্চ হিসেবে দেখছেন। তার মতে, উপমহাদেশের উইকেটে নিজেদের প্রমাণের বড় সুযোগ পাবেন তরুণরা। বিশেষ করে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন লিগে খেলা লোকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেইফার্টও সিরিজের শেষের দিকে দলের সাথে যোগ দিতে পারেন।

সফরসূচি এক নজরে: ওয়ানডে সিরিজ: শুরু ১১ জানুয়ারি, ভাদোদরায়। টি-টোয়েন্টি সিরিজ: শুরু ২১ জানুয়ারি, নাগপুরে।

ওয়ানডে স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদিথ্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জস ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফৌকস, মিচেল হে (উইকেটরক্ষক), কাইল জেমিসন, নিক কেলি, জেইডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলাস, গ্লেন ফিলিপস, মাইকেল রায়ে ও উইল ইয়ং।

টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফৌকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন ও ইশ সোধি।