খেলাধুলা

হার্ট অ্যাটাকে মাঠ থেকেই মাহবুব আলী জ্যাকির চিরবিদায়

ম্যাচ শুরুর প্রস্তুতি চলছিল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার অপেক্ষায় ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। প্রধান কোচ ট‌বি র‌্যাডফোর্ড এসেছেন দু’-তিন দিন হলো। এর আগে সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি সামলেছেন দায়িত্ব।

বিসিবির অভিজ্ঞ এই কোচ কাজ করছেন সাইফ, মিঠুন, নাসির, সাব্বিরদের নিয়ে। শনিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বেশ চনমনে ছিল ঢাকা শিবির। কিন্তু হঠাৎ দৃশ্যপট পাল্টে গেল। মাঠে পড়ে গেলেন জ্যাকি।

তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হয়। একটু পর জানা যায়, পেসারদের গুরু আর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘‘জ্যাকি (মাহাবুব) ভাই মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।’’ 

সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। অ্যাম্বুলেন্সেও শ্বাসপ্রশ্বাস চলছিল তার। কিন্তু হাসপাতালে নেওয়ার পর আর তাকে বাঁচানো যায়নি- বলেন দেবাশীষ চৌধুরী। 

এর আগে ঢাকা দলের মিডিয়া বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘অনুশীলন চলাকালীন জ্যাকি হঠাৎ লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে মাঠে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।’’ 

আশির দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার ছিলেন কুমিল্লার ছেলে জ্যাকি। আবাহনী লিমিটেডের হয়ে ১৯৮৫-৮৬ মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। গাজী আশরাফ হোসেন লিপুর অধিনায়কত্বে লম্বা সময় ধরে খেলেছেন। জাতীয় দলে আসতে না পারলেও মহিন্দর অমরনাথের ক্যাম্পে একবার ছিলেন এই ফাস্ট বোলার।

দেশের খেলা শেষ করে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। ২০০৭ সালে দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ দেন। সেই থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন পেসারদের নিয়ে। তাসকিন আহমেদদের সময় থেকে যুব দলের সঙ্গে কাজ করছেন। ২০১৬ সালে তাসকিনের বোলিং অ্যাকশন শোধরানোর সময় অনেক পরিশ্রম করেছেন। কোভিড পরবর্তী সময়ে তাসকিনকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন। তার গতি বাড়ানো, নিয়ন্ত্রণ, ফিটনেস নিয়ে কাজ করেছেন। 

২০২০ সালে বাংলাদেশ যুব বিশ্বকাপ জিতেছিল, তখন দলের পেস বোলিং কোচ ছিলেন জ্যাকি।