শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আনক্যাপড ব্যাটার ও খণ্ডকালীন উইকেটকিপার খাজা নাফাই। আসন্ন সিরিজে আগের মতোই পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই হবে পাকিস্তানের শেষ আন্তর্জাতিক প্রস্তুতি পর্ব।
চলমান বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি থান্ডারের হয়ে খেলার আগে শাদাবের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল চলতি বছরের জুনে, বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে। ওই সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে জয় পায়; শাদাব নেন চার উইকেট এবং ব্যাট হাতে করেন ৫৫ রান। এরপর ডান কাঁধের পুরোনো সমস্যার স্থায়ী সমাধানে অস্ত্রোপচার করান তিনি। পুনর্বাসন শেষে ১৬ ডিসেম্বর বিবিএলে ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন শাদাব।
তবে বিবিএলে অংশ নেওয়া পাকিস্তানের অন্য তারকা ক্রিকেটারদের- শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ ও হাসান আলীকে এই সিরিজের দলে রাখা হয়নি।
২৩ বছর বয়সী খাজা নাফাই সম্প্রতি আবুধাবি টি-টেন লিগে খেলেছেন এবং পাকিস্তান শাহিন্স দলে ছিলেন। ডানহাতি এই ব্যাটার এখন পর্যন্ত ৩২টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৮৮ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩২.৮১।
শ্রীলঙ্কা-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ সূচি: ৭ জানুয়ারি: প্রথম টি-টোয়েন্টি ৯ জানুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টি ১১ জানুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টি সব ম্যাচই অনুষ্ঠিত হবে ডাম্বুল্লায়।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সালমান আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফাই (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।