খেলাধুলা

২০২৬ সাল: অপেক্ষায় ফুটবল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ

৩৬ বছরের অপেক্ষা, নিন্দুকের বুলি ও চার ফাইনাল হারের আক্ষেপ নিয়ে এক সোনালি ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে চার বছর আগে কাতারে পাড়ি জমিয়েছিল আলবিসেলেস্তেরা। ২০২২ সালের ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়াম খালি হাতে ফেরায়নি তাদের।

সর্বকালের অন‌্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির হাতে শোভা পায় স্বপ্নের সোনালি ট্রফি। মেসি পূর্ণ করেন ক্যারিয়ারের ষোলোকলা। দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেল।

২০২৬ সালের প্রথম দিন আজ। ‌হ‌্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই নতুন উদ‌্যোমে মেতে উঠেছে। পুরোনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত‌্যয় সবার। ফুটবলপ্রেমিদের জন‌্য আনন্দের খবর, এই বছরই রয়েছে ফিফা বিশ্বকাপ।

আগামী ১২ জুন পর্দা উঠছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-খ্যাত ফুটবল বিশ্বকাপে এখন বিশ্ব জুড়ে কোটি ভক্ত-সমর্থকদের মুখে একটাই কথা-মেসির হাতেই বিশ্বকাপ থাকবে নাকি খুঁজে পাবে নতুন কোনো ঠিকানা। ফাইনাল হবে ২০ জুন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে।

ফুটবলের সঙ্গে এবার রয়েছে ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপও। বছরের শুরুতেই ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে টি-টোয়েন্টি মহাযজ্ঞ। টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ৭ ফেব্রুয়ারি, আর ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল।

ভারতের পাঁচটি শহরকে মনোনীত করা হয়েছে। সেগুলো হলো- আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই। অন্যদিকে, কলম্বো ও ক্যান্ডি থাকবে শ্রীলঙ্কার প্রধান দুটি ভেন্যু হিসেবে।

গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে পেয়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নেপাল ও নবাগত ইতালি। বাংলাদেশের তিনটি ম‌্যাচ কলকাতায়। নেপালের বিপক্ষে খেলবে মুম্বাইতে।

১২ জানুয়ারিতে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। টেনিসের গ্ল‌্যান্ড স্ল‌্যামের এই আসরের জন‌্য সারা বছর অপেক্ষা করেন ক্রীড়ামোদিরা। ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আসর।  ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। ৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শীতকালীন অলিম্পিক।

২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে ক্রিকেটের সবচেয়ে বড় ফ্রাঞ্আইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ৩০ মে অনুষ্ঠিত হবে ফুটবলের চ‌্যাম্পিয়নস লিগ ফাইনাল। এর আগে ২৪ থেকে ৭ জুন পর্যন্ত আছে টেনিসের ফ্রেঞ্চ ওপেন। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

উইম্বলডনও আছে জুন মাসে। ২৯ জুন শুরু হবে। পর্দা নামবে ১২ জুলাই। ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত হবে কমনওয়েলথ গেমস। এছাড়া ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান গেমস।