বিপিএলের সপ্তম ম্যাচে আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি, ২০২৬) দুপুরে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে সিলেট আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে। টানা দ্বিতীয় জয় তুলে নিতে ঢাকাকে করতে হবে ১৭৪ রান।
অবশ্য শুরুতে সিলেটের রানের লাগাম টেনে রেখেছিল ঢাকা। ১০ ওভার শেষে সিলেটের রান ছিল ২ উইকেটে ৬৭। ১৫ ওভার শেষে ছিল ৯৯! সেখান থেকে ঝড় তোলেন সিলেটের আজমতউল্লাহ ওমরজাই। মাত্র ২৪ বলে ৫টি চার ও ৩ ছক্কায় করেন অপরাজিত ৫০ রান। তাতে সিলেটের রান ২০ ওভারে ৫ উইকেটে বেড়ে হয় ১৭৩।
১৬তম ওভারে তাসকিনকে ৩টি চার মারেন ওমরজাই। ওই ওভারে তোলেন ১৫ রান। ১৭তম ওভারে আসে ১২ রান। ১৮তম ওভারে ৯। সালমান মির্জার করা ১৯তম ওভারে ওমরজাই ২টি ছক্কা ও ২টি চার মেরে তোলেন ২২ রান। আর তাসকিনের করা শেষ ওভারে ১ ছক্কা ও ১ চারে তোলেন ১৭ রান। তাতে শেষ পাঁচ ওভারে ৭৪ রান তুলে ঢাকাকে চ্যালেঞ্জ ছুড়ে সিলেট।
ওমরজাইর আগে পারভেজ হোসেন ইমন ২ চার ও ২ ছক্কায় ৪৪ এবং সাইম আইয়ুব ১ ছক্কায় করেন ২৯ রান। বল হাতে ঢাকার সালমান মির্জা ৪ ওভারে ৪৬ রানে ২টি উইকেট নেন। তাসকিন ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ১টি উইকেট। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩২ রানে ১টি ও সাইফ হাসান ২ ওভারে ১৩ রানে নেন ১টি উইকেট।