খেলাধুলা

স্বপ্ন সারথী আজিজুল: যুব বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

জানুয়ারি মানেই বাংলার ক্রিকেট আকাশে নতুন সূর্যোদয়ের প্রতীক্ষা। আজ থেকে ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে আকবর আলীরা যে সোনালী মহাকাব্য লিখেছিলেন, তারই এক নতুন অধ্যায় রচনার শপথ নিয়ে শুক্রবার (০২ জানুয়ারি, ২০২৬) ঘোষিত হলো ২০২৬ যুব বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। জিম্বাবুয়ে ও নামিবিয়ার রহস্যময় পিচে লাল-সবুজের মশাল বইবার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তরুণ তুর্কি আজিজুল হাকিমের কাঁধে।

আফ্রিকার পথে একঝাঁক স্বপ্ন: বিসিবি ঘোষিত ১৫ সদস্যের এই ‘কিশোর ঈগল’ বাহিনী আগামী রবিবার ঢাকা ছাড়বে। তাদের গন্তব্য জিম্বাবুয়ে- যেখানে গতির সাথে লড়াই হবে সাহসের। এবারের আসরে বাংলাদেশ লড়বে ‘এ’ গ্রুপে। টুর্নামেন্টের শুরুতেই থাকছে এক মহাবীরত্বগাথা ম্যাচের স্বাদ; ১৭ জানুয়ারি প্রথম ম্যাচেই আজিজুলদের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এরপর ২০ জানুয়ারি নিউ জিল্যান্ড এবং ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের লড়াইয়ে নামবে তারা।

অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন: এবারের দলে অভিজ্ঞতার প্রলেপ দিতে রয়েছেন গত আসরে খেলা দুই সেনানি- গতির ঝড় তোলা পেসার ইকবাল হোসেন এবং স্পিন জাদুকর শেখ পারভেজ জীবন। তাদের সাথে যোগ দিয়েছেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরারসহ একঝাঁক প্রতিভাবান তরুণ। ১৫তম বারের মতো এই বিশ্বমঞ্চে অংশ নিতে যাওয়া বাংলাদেশের লক্ষ্য একটাই; ২০২০-এর সেই হারানো গৌরব ফিরিয়ে আনা। সর্বশেষ আসরে ষষ্ঠ অবস্থানে থাকা আক্ষেপটা এবার আফ্রিকার তপ্ত রোদেই ঝরিয়ে দিতে চায় বাংলাদেশ।

এক নজরে বাংলার বিশ্বজয়ী হওয়ার স্বপ্নবাজরা

আজিজুল হাকিমের নেতৃত্বে এই মিশনে থাকছেন: জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির, পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকী, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন।

অপেক্ষমান তালিকা (স্ট্যান্ডবাই):  আবদুর রহিম, দেবাশীষ সরকার, রাফিউজ্জামান, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ, সানজিদ মজুমদার ও মোহাম্মদ সবুজ।