খেলাধুলা

সোহান টিকে গেছেন, নেই জাকের

ব্যাটিং পজিশন, দলে ভূমিকা একই রকম দুজনের। সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে দুজন একই অবস্থানে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে যে কোনো একজন থাকবেন, একজন বাদ পড়বেন তা অনুমিত ছিল। ভাগ্য খুলে গেল কাজী নুরুল হাসান সোহানের। বাদ পড়লেন জাকের আলী।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড আজ ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়েছে সোহানের। নেই জাকের।

তাদের দুজনের সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কন ছিলেন আলোচনায়। জাতীয় দলের সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও দলে ছিলেন তিনি। ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার বিশ্বকাপ স্কোয়াডেও তাকে রাখা হয়নি।

জাকের ছয় মাস আগেও ছিলেন দলের অন্যতম ভরসা। শেষ দিকে দ্রুত রান তোলার কাজটা তার ব্যাট থেকেই হচ্ছিল নিয়মিত। আস্থা অর্জনের পর নিজের জায়গা থিতু করে নিয়েছিলেন। নিয়মিত অধিনায়ক লিটন দাসের পরিবর্তে জাকের হয়েছিলেন দলের অধিনায়ক। এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন। অথচ সময়ের স্রোতে হারিয়ে, পারফরম্যান্সের ঘাটতি থাকায় জাকের এখন বিশ্বকাপ স্কোয়াডেও নেই।

ব্যাটিংয়ে নুন্যতম রান নেই তার। সবশেষ ৯ টি-টোয়েন্টির ইনিংসের ৪টিতে আউট হয়েছেন দুঅঙ্ক ছোঁয়ার আগে। সবশেষ আয়ারল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টির পর একাদশ থেকে বাদ পড়েন তিনি। বিপিএলে ওপরের দিকে ব‌্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত ৩ ম‌্যাচে ৪১ রানের বেশি করতে পারেননি। তার আউট হওয়ার ধরন, ব‌্যাটিং অ‌্যাপ্রোচ সব কিছুই সাম্প্রতিক সময়ে বেশ তালগোল পকানো লাগছে। মনেই হচ্ছে, আত্মবিশ্বাস হারিয়ে খুঁজছেন তিনি।

সোহানের অবস্থা একই রকম। সবশেষ দুই সিরিজে তিন ম‌্যাচে মাত্র তিন ম‌্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ৫, ১ ও ৫। বিপিএলে তিন ম‌্যাচে একটিতে ব‌্যাটিং করে রান করেছেন ৬। দলকে জেতানোর অবস্থা থেকে ডুবিয়ে ছাড়েন মাঠ। রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান। লিটন খেলছেন তারই দলে। নিশ্চিতভাবেই জাতীয় দলের অধিনায়কের আস্থা অর্জন করতে পেরেছেন সোহান।

বিপিএল শেষ হবে ২৩ জানুয়ারি। ২৮ জানুয়ারি বাংলাদেশ যাবে বিশ্বকাপে অংশ নিতে।

বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদের প্রস্তুতির মঞ্চ এখন কেবল বিপিএল। সোহান, লিটন কিংবা তানজিদ, তাওহীদরা নিজেদের মেলে ধরতে পারলে নিশ্চিতভাবেই বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বেড়ে যাবে বাংলাদেশের।