বিপিএলের দ্বাদশ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকা। রংপুর ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটি এবং ডেভিড মালান ও খুশদিল শাহর ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৫৫ রান করেছে। জিততে ঢাকাকে করতে হবে ১৫৬ রান।
ব্যাট করতে নেমে ১৮ রানে প্রথম, ৩০ রানে দ্বিতীয় ও একই রানে তৃতীয় উইকেট হারায়। সেখান থেকে মালান, মাহমুদউল্লাহ ও খুশদিলের ব্যাটে রংপুরের রান ৫ উইকেটে ১৫৫ পর্যন্ত যায়। মালান ৩৩ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন। মাহমুদউল্লাহ ৪১ বলে ৭টি চারে করেন ৫১ রান। খুশদিল ২১ বলে ৪টি চার ও ২ ছক্কায় করেন অপরাজিত ৩৮ রান।
বল হাতে ঢাকার জিয়াউর রহমান ৪ ওভারে ৩৫ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।