সহজ জয়ে শ্রীলঙ্কা সফর শুরু করলো পাকিস্তান। ডাম্বুলাতে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে পাকিস্তান। আগে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা ১২৮ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে পাকিস্তান ১৬.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়।
অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জয়ের স্বাদ দিয়েছেন লেগ স্পিনার শাদাব খান। বোলিংয়ে ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ১৮ রানে অপরাজিত থাকেন শাদাব। আট মাস পর জাতীয় দলে ফিরে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
ব্যাটিংয়ে শ্রীলঙ্কা ছিল একেবারেই যাচ্ছেতাই। ৭ ওভারে ৩৮ রান তুলতে ৪ উইকেট হারায় তারা। পরের ২ উইকেটে ১৮ ওভারে ১২৭ রান পর্যন্ত যেতে পারে স্বাগতিকরা। কিন্তু শেষ ৪ উইকেট হারিয়ে লঙ্কানরা যোগ করতে পারে মাত্র ১ রান।
দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন জানিথ লিয়ানাগে। ৩১ বলে ২ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন আরো ছয় ব্যাটসম্যান। কিন্তু কেউ বিশের ঘর পেরোতে পারেননি। তাদের পুরো ইনিংসে ছয় এসেছে মাত্র দুইটি।
পাকিস্তানের হয়ে বল হাতে সালমান মির্জা ও আবরার আহমেদ ৩টি করে উইকেট নেন। শাদাবের সঙ্গে ২ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম।
জবাব দিতে নেমে শাহিবজাদা ফারহান ও সায়েম আইয়ুব ৫.৫ ওভারে ৫৯ রান তুলে নেয়। বাঁহাতি ব্যাটসম্যান সায়েম ২৪ রানে আউট হলেও শাহিবজাদা ৩৫ বলে তুলে নেন ফিফটি। পরে শতরানে পৌঁছাতে পাকিস্তান দ্রুত ৩ উইকেট হারালেও ফলাফল নির্ধারণ হয়েই গিয়েছিল। বোলিংয়ে দু্যতি ছড়ানোর পর ব্যাটিংয়ে সুযোগ পেয়ে শাদাব ১২ বলে ১৮ রান করেন চোখের পলকে। শাহিবজাদা ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫১ রান করেন।
তিন ম্যাচ সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ডাম্বুলায় ৯ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।