ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১০ জানুয়ারি) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য জানান।
তিনি বলেন, এ বিষয়ে পাঠানো চিঠির জবাব আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে পাওয়ার আশা করছে বিসিবি।
বুলবুল বলেন, দুবাইয়ে শনি ও রোববার সাপ্তাহিক ছুটি থাকায় আইসিসির পক্ষ থেকে কার্যত সোম-মঙ্গলবারের দিকেই জবাব আসতে পারে। সর্বশেষ চিঠিতে নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগ ও জটিলতা রয়েছে, তা আরো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
এরই মধ্যে গুঞ্জন উঠেছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বলেন, ভারতের অন্য ভেন্যুগুলো ভারতেরই অংশ। তবে এ ধরনের কোনো প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে আসেনি।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপড়েন শুরু হয়। এর পরপরই বিসিবি জানিয়ে দেয়, নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ দল।
বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে একাধিকবার চিঠি চালাচালি করেছে বিসিবি। প্রস্তাব দেওয়া হয়েছে, বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হোক। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি আইসিসি। একইভাবে নীরব রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)।
শুক্রবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, বিষয়টি সম্পূর্ণভাবে আইসিসির এখতিয়ারভুক্ত এবং এ নিয়ে মন্তব্য করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনে।