আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে বিপিএলের খেলা। সিলেটে বিপিএল শেষে সোজা চলে আসবে ঢাকায়। এবার চট্টগ্রামে হচ্ছে না বিপিএল। ঢাকায় বিপিএলের খেলা চলবে ১৫ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। ফাইনাল হবে ২৩ জানুয়ারি। ঢাকায় ৬ দিনে হবে মোট ১০ ম্যাচ।
ম্যাচগুলোর টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল টিকিট পাওয়া যাবে, www.gobcbticket.com.bd- এ। সর্বনিম্ন ২০০ এবং সর্বোচ্চ ২০০০ টাকায় পাওয়া যাবে বিপিএলের টিকিট।
গ্র্যান্ড স্ট্যান্ডের লোয়ার ও আপারের টিকিটের দাম ২০০০ টাকা করে। ইন্ট্যারন্যাশনাল গ্যালারির (মিডিয়া) টিকিটের দাম ১০০০ টাকা। এছাড়া সাউথ ব্লকে ৮০০ এবং সাউথ করপোরেট লাউঞ্জের টিকিট ১০০০ টাকায় পাওয়া যাবে। শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা করে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা। ব্যক্তিক্রমী শহীদ মুশতাক স্টান্ডের (জিরো ওয়েস্ট জোন) টিকিটের দাম ৬০০ টাকা।