খেলাধুলা

আন্তর্জাতিক সোতোকান কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শুরু

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় আজ থেকে শুরু হয়েছে আর্ন্তজাতিক সোতোকান কারাতে প্রশিক্ষণ ক্যাম্প। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তিন দিন ব্যাপী এ আর্ন্তজাতিক সোতোকান কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউখাই। সকালে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশনের প্রধান প্রশিক্ষক জাপানীজ সেনসি মানাবু মুড়াকামী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান খান মনি ও বাংলাদেশে সোতোকান কারাতের প্রধান প্রশিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন সেন্টুসহ অন্যান্যরা। দেশের বিভিন্ন স্থান থেকে ছেলে ও মেয়ে সব মিলে দুইশতাধিক কারাতেকার অংশগ্রহণ করছে এই প্রশিক্ষণ ক্যাম্পে। এ প্রশিক্ষণ ক্যাম্পের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশনের হেড কোচ জাপানের সেনসি মানাবু মুড়াকামী ও সেনসি ফুমিতোশি কানাজাওয়া। এই দু জনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ ক্যাম্পের পাশাপাশি আর্ন্তজাতিক ড্যান পরীক্ষাও অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ৪র্থ ফজিলাতুননেসা মুজিব আর্ন্তজাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় ভালো ফলাফলে বাংলাদেশী কারাতেকারদের এই প্রশিক্ষণ ক্যাম্প সহায়ক হবে বলে মনে করছেন আয়োজকরা।

   

রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৪/আমিনুল