ভারত ও বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে আলোচনার মধ্যে পাকিস্তান ‘উড়ে এসে জুড়ে বসার’ মতো ঘটনা ঘটাল!
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করেছে।দু’একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আজ বিসিসিআই ও আইসিসি বৈঠকও করেছে।
এর মধ্যে, পাকিস্তান উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাত দিয়ে লিখেছে, বাংলাদেশের ম্যাচের জন্য টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে ম্যাচগুলো আয়োজনে পুরোপুরি প্রস্তুত পিসিবি।
পিসিবির দায়িত্বশীল একটি সূত্র পাকিস্তানের জিও নিউজকে বলেছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে পাকিস্তানের মাঠগুলো প্রস্তুত ও পুরোপুরি সজ্জিত।
পিসিবির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে তারা বেশ সফলতার সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ও নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করে সবার আস্থা অর্জন করেছে।
পিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেয়নি। তবে, বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে রাজি নয় সেই সিদ্ধান্তকে সমর্থন করেছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০ দল নিয়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বিশ্বকাপে বাংলাদেশের চার ম্যাচের তিনটিই কলকাতায়। আরেকটি মুম্বাইয়ে।
কলকাতায় বাংলাদেশ তিনটি ম্যাচ যথাক্রমে ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। ১৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ওয়াংখেড়েতে।