খেলাধুলা

যেকোনো অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পারে: ফাহিম

বিগ বাজেটের দল। তারকায় ঠাসা ড্রেসিংরুম। দেশি সংগ্রহে সবচেয়ে এগিয়ে। আবার বিদেশিতেও ঢেলেছে বিশাল অঙ্কের ডলার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স এই মুহূর্তে সবচেয়ে পুরোনো ফ্র্যাঞ্চাইজি এবং টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে পেশাদার দল। এবারও শিরোপায় চোখ রেখে মাঠে নামে দলটি। কিন্তু শেষ তিন ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স না করায় সমর্থকরা বিরাট হতাশ।

প্লে’অফের দৌড়ে টিকে থাকলেও শেষ দুই ম্যাচে তাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে। ৮ ম্যাচে ৪টি করে জয়-পরাজয় তাদের। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা পর্ব। টুর্নামেন্টের শেষ গন্তব্যে চলে এসে সেরা পারফরম্যান্সের বিকল্প দেখেন না রংপুরের বিদেশি ক্রিকেটার ফাহিম আশরাফ। 

জাতীয় দলের জার্সিতে নিজের ডিউটি শেষে ফাহিম যোগ দিয়েছেন রংপুর শিবিরে। শ্রীলঙ্কা যাওয়ার আগে ৩ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। ফিরে এসে দারুণ খুশি তিনি, ‘‘যখন আপনার দলকে এমন রেখে যান যেখানে দল ভালো করছে এবং আপনি নিজেও দলের হয়ে ভালো খেলছেন, তখন ফিরে আসতে অনেক বেশি রোমাঞ্চ কাজ করে। আমাদের দলে প্লে-অফের লড়াইয়ে আছে। তাই আমি আগের চেয়ে বেশি রোমাঞ্চিত যে দলে ফিরেছি। দলের জন্য আগের চেয়েও ভালো কিছু করতে পারব।’’

দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই মুহূর্তে জয়ের বিকল্প দেখেন না তিনি, ‘‘এটা ক্রিকেট, এখানে যে কোনো কিছু হতে পারে। রংপুরের দলটা যেমন, তাতে আমি বলব-এই দল যে কোনো অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পারে। এবং তারা সেটা করবেও। আমি যখন গিয়েছিলাম তখনও দল ভালো অবস্থানে ছিল, এখানে খুব খারাপ অবস্থানে নেই। শুধু একটা ম্যাচ জেতা দরকার যাতে আমাদের ছন্দ ফিরে আসে। এরপর দেখবেন আমরা প্লে-অফে এবং পরবর্তীতে ফাইনালের দিকেও যাবো।’’

নিজের ব্যক্তিগত লক্ষ্য জানাতে গিয়ে ফাহিম যোগ করেন, ‘‘বিপিএলে আমার ব্যক্তিগত লক্ষ্য একটাই- দলের জয়ে অবদান রাখা এবং চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করা। আমি বলবো রংপুরই আমার জন্য লাকি চার্ম। একজন খেলোয়াড় হিসেবে আমার চেষ্টা থাকে দলের জন্য যতটা সম্ভব ভালো পারফর্ম করার এবং সর্বোচ্চ পরিশ্রম করার।’’