বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। বেলা একটায় বিপিএলের ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালকের পদত্যাগের দাবি করেছে কোয়াব।
বুধবার মিরপুর শের-ই-বাংলায় জাতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশ্য করে নাজমুল বলেন, ‘‘ওরা যদি কিছুই না করতে পারে (কোনো টুর্নামেন্টে), ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি ওই টাকা কি ফেরত চাই? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। বিশ্বকাপ না খেললে ক্ষতি পূরণ কেন দেব!’’ বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে না গেলে তাদের ক্ষতিপূরণ বোর্ড দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। এর আগে তিনি তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে 'ভারতীয় দালাল' বলে মন্তব্য করে। কোয়াব এর আগে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলে। ক্ষমা না চেয়ে উল্টো একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন গণমাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবারও তিনি ক্রিকেটারদের নিয়ে কূটক্তি করেছেন। সেজন্য ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগের আলটিমেটাম দিয়েছে।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, ‘‘আপনারা বেশ কিছুদিন ধরে দেখছেন, ক্রিকেটারদের নিয়ে যেভাবে কমেন্টস করা হচ্ছে। একজন করে শুরু করে এখন টোটাল ক্রিকেটারদের নিয়ে, যে ধরণের শব্দ ব্যবহার করা হচ্ছে সেটা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয় এবং আমরা এটা কখনোই প্রত্যাশা করি না। ভাষাগতভাবে একজন বোর্ড পরিচালকের আরো চিন্তাভাবনা করে ক্রিকেটারদের নিয়ে কথা বলা উচিত আমি মনে করি।’’ ‘‘আমরা ক্রিকেট বোর্ডকে বিভিন্ন ইস্যুতে অনেক সময় দিয়েছি। আপনারা এসকল বিষয়ে অবগত আছেন। আমরা বিভিন্ন ভাবে , বিভিন্ন ইস্যু নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেছি। উনারা কখনোই আমাদেরকে রেসপন্স করেনি। সব সময় তারা সময় বের করেছে। আমরা এখন পর্যন্ত কোনো সিঙ্গেল বিষয়ে সমাধান পাইনি।’’
‘‘শেষে আমাদের বোর্ড পরিচালক যেই কথাটা বলেছেন, এটা আমাদের ক্রিকেট অঙ্গনকে খুবই হার্ট করেছে। এটা গ্রহণযোগ্য নয়। বোর্ড পরিচালক যেই শব্দগুলো ব্যবহার করছে সেগুলো খেলোয়াড়রা গ্রহণ করতে চাচ্ছে না। সেজন্য আমরা এই মুহূর্তে তার পদত্যাগের দাবি জানাচ্ছি। উনি যদি আগামীকাল ম্যাচের আগে রিজাইন না করে তাহলে আমাদের সব ধরণের খেলা বর্জনের ডাক দিচ্ছি।’’
‘‘বোর্ড পরিচালক যে শব্দগুলো ব্যবহার করেছেন, খেলোয়াড়দের নিয়ে। এটা খেলোয়াড়দের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। এটা সব খেলোয়াড়দের মর্মাহত করেছে। কালকের ম্যাচের আগে উনি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরণের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি।’’