খেলাধুলা

নাজমুল পদত্যাগ করলেই ক্রিকেটাররা মাঠে নামবে, কোন ছাড় নয়: কোয়াব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশ্বাসেও মন গলেনি ক্রিকেটারদের। বোর্ড পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ম্যাচ বর্জন চলবেই।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন, বাংলাদেশ তিন ফ্যারম্যাটের তিন অধিনায়ক লিটন, মিরাজ ও নাজমুলসহ প্রায় ৫০-৬০ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন।

মোহাম্মদ মিঠুন বলেছেন, “আমরা এর আগে নাজমুল ইসলামকে মৌখিকভাাবে সতর্ক করেছিলাম। বিসিবিকেও বলা হয়েছে। কিন্তু বারবার ক্রিকেটারদের ছোট করে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। আমরা ক্রিকেটার মাঠে যাই, খেলতে চাই। কিন্তু এমন পরিচালক ও কর্মকর্তা থাকলে আসলে খেলার পরিবেশ থাকে না। উনি সরে দাঁড়ালে আমরা আবার মাঠে ফিরব। একটা বিষয়, লিমিট ক্রস করলে কিন্তু অ্যাকশনে যেতে হয়।”

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের খেলা বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল। চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে বিপিএল শুরু হওয়ার কথা মিরপুর শের-ই-বাংলায়। কিন্তু খেলা বর্জনের ডাকে ক্রিকেটাররা অনড় থাকায় বিপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সন্ধ্যা ৬টায় আছে আরেকটি ম্যাচ। অনিশ্চয়তায় দ্বিতীয় ম্যাচ নিয়ে।

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবি পরিচালক নাজমুল গতকাল ক্রিকেটারদের নিয়ে বিরুপ মন্তব্য করেছেন। যেখানে শুধু ক্রিকেটারদের তিনি ছোটই করেননি বরং তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। পারফরম্যান্স নিয়ে করেছেন কটূক্তি। ক্রিকেটারদের নিয়ে তার করা অস্বাভাবিক মন্তব্যের জেরে বাংলাদেশের ক্রিকেট এখন সরগরম। তার মন্তব্যের কারণে পেশাদার সব ক্রিকেটাররা এই পরিচালকের পদত্যাগ দাবি করেছেন।

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে না গেলে তাদের ক্ষতিপূরণ বোর্ড দেবে কি না এমন প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। নাজমুল বলেন, ‘‘ওরা যদি কিছুই না করতে পারে (কোনো টুর্নামেন্টে), ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি ওই টাকা কি ফেরত চাই? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। বিশ্বকাপ না খেললে ক্ষতিপূরণ কেন দেব!’’

এর আগে তিনি তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেন। কোয়াব এর আগে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলে। ক্ষমা না চেয়ে উল্টো একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন গণমাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবারও তিনি ক্রিকেটারদের নিয়ে কটূক্তি করেছেন। সেজন্য ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগের আলটিমেটাম দিয়েছে।

বিসিবি ঘটনার জন্য গতকাল দুঃখপ্রকাশ করে। রাতে ক্রিকেটারদের নিয়ে আলোচনা করতে হোটেলে গিয়েছিলেন তিন পরিচালক। ঘণ্টা দেড়েকের আলোচনায় কোনো সমাধান আসেনি।

বিসিবি আজ আনুষ্ঠানিকভাবে তাকে শোকজ করার পাশাপাশি আবারো দুঃখ প্রকাশ করেছে। ক্রিকেটাররাই বিসিবির প্রাণ দাবি করে বিসিবি বলছে, ‘‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ডের সদস্যের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মোকাবিলা করা হবে এবং ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে খেলোয়াড়রা বিপিএল এবং বোর্ডের অধীনে সব ক্রিকেট কার্যক্রমের মূল অংশীদার এবং প্রাণ।’’