বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। বিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবি জানিয়েছে, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এবং সংস্থার বৃহত্তর স্বার্থে অর্থ বিভাগের চেয়ারম্যান নাজমুল ইসলামকে সকল দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদের অধীনে বিসিবি সভাপতি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং বোর্ডের কার্যক্রম মসৃণভাবে চলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিতর্কিত বোর্ড পরিচালক নাজমুলকে অর্থ বিভাগ থেকে সরিয়ে বিসিবি সভাপতি আমিনুল এই বিভাগের দায়িত্ব নিয়েছেন।
তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবি পরিচালক নাজমুল গতকাল ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। যেখানে শুধু ক্রিকেটারদের তিনি ছোটই করেননি বরং তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। পারফরম্যান্স নিয়ে করেছেন কটূক্তি।
ক্রিকেটারদের নিয়ে তার করা অস্বাভাবিক মন্তব্যের জেরে বাংলাদেশের ক্রিকেট এখন সরগরম। তার মন্তব্যের কারণে পেশাদার সব ক্রিকেটাররা এই পরিচালকের পদত্যাগ দাবি করেছেন। এরই মধ্যে তাকে শোকজ করেছে বিসিবি এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
খেলা বর্জনের ডাক দেওয়া ক্রিকেটাররা আজকের বিপিএলের প্রথম ম্যাচে মাঠে নামেননি। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা। কিন্তু এখনো ক্রিকেটাররা হোটেলে অবস্থান করছেন। পরের ম্যাচও মাঠে না নামার সিদ্ধান্ত ক্রিকেটারদের। তারা সাফ জানিয়ে দিয়েছে, নাজমুল ইসলাম পদত্যাগ করলেই তারা মাঠে নামবেন।
এদিকে ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের আশ্বস্ত করে জানিয়েছে, বোর্ড তার আওতাধীন সকল খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
বিসিবিও আশা করে, এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিষ্ঠা প্রদর্শন করে চলবেন পেশাদার ক্রিকেটাররা এবং বিপিএলে অংশগ্রহণে সর্বোচ্চ চেষ্টা করবেন।