মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের বিতর্কই এখন বিপিএলের মূল শিরোনাম। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) টুর্নামেন্ট স্থবির হয়ে পড়ে।
পরিচালকের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে গতাকল নির্ধারিত দুটি ম্যাচই পণ্ড হয়ে যায়। এই অনাকাঙ্ক্ষিত অচলাবস্থার কারণে বিপিএলের পূর্বনির্ধারিত সূচিতে বড় ধরনের রদবদল আনতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
একদিনের বিরতি, নতুন সূচির বিন্যাস: বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান জানিয়েছেন, খেলা একদিন বন্ধ থাকায় পুরো ক্যালেন্ডার এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার যে লড়াই হওয়ার কথা ছিল, তা মাঠে গড়াবে আজ শুক্রবার। শুক্রবারের ম্যাচ হবে শনিবার। আর শনিবারের ম্যাচগুলো রবিবার। এবং রবিবারের ম্যাচগুলো হবে সোমবার।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) যে ম্যাচগুলো দেখা যাবে: দুপুর ২:০০টা: চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যা ৭:০০টা: রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানস।
নকআউট ও ফাইনালের ভাগ্য: টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ প্লে-অফ পর্বেও এর প্রভাব পড়েছে। ১৯ জানুয়ারির পরিবর্তে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার এখন অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি। তবে স্বস্তির খবর হলো, আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং বহুল প্রতীক্ষিত ফাইনালের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি; তা আগের পরিকল্পনা অনুযায়ীই সম্পন্ন হবে।
এক নজরে সংশোধিত প্রধান সময়সূচি: স্থগিত লিগ ম্যাচ: ১৫ জানুয়ারির ম্যাচ ১৬ জানুয়ারি।
পরবর্তী লিগ ম্যাচ: ১৬ জানুয়ারির ম্যাচ ১৭ জানুয়ারি। ১৭ জানুয়ারির ম্যাচ ১৮ জানুয়ারি। ১৮ জানুয়ারির ম্যাচ ১৯ জানুয়ারি।
এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১: ২০ জানুয়ারি। কোয়ালিফায়ার-২: ২১ জানুয়ারি (অপরিবর্তিত)। গ্র্যান্ড ফাইনাল: ২৩ জানুয়ারি (অপরিবর্তিত)।