অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বুলাওয়েতে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। এরপর দারুণ বোলিংয়ে ২৩৮ রানে অলআউট করে। জিতে শুভসূচনা করতে বাংলাদেশকে করতে হবে ২৩৯ রান।
বাংলাদেশের দারুণ বোলিংয়ে ভারতের মাত্র তিনজন ব্যাটার বলার মতো রান করতে পারেন। তার মধ্যে অভিজ্ঞান কুন্ডু করেন ১১২ বলে সর্বোচ্চ ৮০ রান। তার ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কার মার ছিল। তার আগে তারকা ব্যাটার ভৈভব সূর্যবংশী ৬৭ বলে ৬টি চার ও ৩ ছক্কায় করেন ৭২ রান। এছাড়া ৪টি চারে ২৮ রান করেন চৌহান ও ১১ রান আসে দীপেশ দেভেদ্রানের ব্যাট থেকে।
বল হাতে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা ছিলেন আল ফাহাদ। তিনি ৯.২ ওভারে ১ মেডেনসহ মাত্র ৩৮ রান দিয়ে ৫টি উইকেট নেন। ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম দারুণ বোলিং করে ২টি করে উইকেট তুলে নেন। অপর উইকেটটি নেন শেখ পারভেজ জীবন।