খেলাধুলা

১২৫ রানে অলআউট চট্টগ্রাম

লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যার ম্যাচে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজশাহী। এরপর দারুণ বোলিংয়ে ১৯.৫ ওভারে মাত্র ১২৫ রানে চট্টগ্রামকে অলআউট করে।

চট্টগ্রামের আসিফ আলী ২৪ বলে ৪ ছক্কায় সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া মাহমুদুল হাসান জয় ১৯, হাসান নাওয়াজ ১৮, মোহাম্মদ হারিস ১৬ ও মাহফিজুল ইসলাম করেন ১০ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

বল হাতে রাজশাহীর তানজিম হাসান সাকিব ৪ ওভারে ১ মেডেনসহ ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। রায়ান বার্ল ২ ওভারে ১৫ রানে ২টি ও জাহানদাদ খান ৩.৫ ওভারে ২৯ রানে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন জেমস নিশাম ও হাসান মুরাদ।

আগের ৯ ম্যাচের ৭টি জিতে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রাজশাহী। তবে আজ চট্টগ্রাম জিতলে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে তাদের টপকে যাবে। আর রাজশাহী জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করবে।