খেলাধুলা

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগের খেলা শেষ হয়েছে গতকাল রবিবার। মঙ্গলবার থেকে শুরু হবে চার দলের শিরোপার শেষ লড়াই। দুইটি দল ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে। একটি এলিমিনেটর ও দুইটি কোয়ালিফায়ার ম‌্যাচের পর নির্ধারণ হবে দুই ফাইনালিস্ট।

আগামী ২৩ জানুয়ারি হবে বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল। ম‌্যাচটি এগিয়ে আনা হয়েছে। সেদিন সন্ধ‌্যা ৭টায় ম্যাচ শুরুর কথা ছিল। শুক্রবার ফাইনাল ম‌্যাচটি নতুন সময়ে শুরু হবে সন্ধ‌্যা ৬টায়।

এছাড়া, বাতিল করা হয়েছে প্লে-অফ ম‌্যাচগুলোর রিজার্ভ ডে। এমনিতেও রিজার্ভ ডে বাতিল হয়েই গেছে। কেননা বারবার বিপিএল বন্ধ হওয়ায় রিজার্ভ ডে রাখার সুযোগ নেই। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খেলা বন্ধ ছিল দুইদিন। এরপর ক্রিকেটারদের ম‌্যাচ বর্জনে একদিনের খেলা বন্ধ হয়। প্লে-অফের তিন ম‌্যাচের জন‌্য রিজার্ভ ডে বন্ধ বাতিল হলেও ফাইনালের জন্য পরদিন অর্থাৎ শনিবার থাকছে রিজার্ভ ডে হিসেবে।

বিপিএলের চার ম‌্যাচের সূচি

২০ জানুয়ারি, মঙ্গলবার

এলিমিনেটর- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স (দুপুর ১টা)

প্রথম কোয়ালিফায়ার- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস (সন্ধ্যা ৬টা)

২১ জানুয়ারি, বুধবার

দ্বিতীয় কোয়ালিফায়ার- প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল বনাম এলিমিনেটর জয়ী দল ((সন্ধ্যা ৬টা)

২৩ জানুয়ারি, শুক্রবার

ফাইনাল- প্রথম কোয়ালিফায়ার জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী দল (সন্ধ্যা ৬টা)