বিপিএলের দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। টস জিতেছেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করবে রাজশাহী। এই ম্যাচে যে দল জয় পাবে তারা নিশ্চিত করবে এবারের আসরের ফাইনাল। হেরে যাওয়া দল বিদায় নিবে।
প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬ উইকেটের ব্যবধানে হার মানে রাজশাহী। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে রংপুরের বিপক্ষে শেষ বলে ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় সিলেট টাইটান্স। এই ম্যাচেও তেমন কিছু করতে পারে কিনা দেখার বিষয়।
রাজশাহী অবশ্য এই ম্যাচের জন্য উড়িয়ে এনেছে নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকে। তাকে নিয়েই তারা একাদশ সাজিয়েছে।
সিলেট টাইটান্সের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, ক্রিস ওকস, স্যাম বিলিংস, সালমান ইরশাদ, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, মঈন আলী ও সৈয়দ খালেদ আহমেদ।
রাজশাহী ওয়ারিয়র্সের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, এস এম মেহরোব হাসান, সাহিবজাদা ফারহান, জিমি নিশাম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো, কেন উইলিয়ামসন ও আবদুল গাফফার সাকলাইন।