খেলাধুলা

রাজশাহী নাকি চট্টগ্রাম, কার ভাগ্যে ৩০ লাখ টাকার ট্রফি

বিসিবির এক পরিচালকের সঙ্গে রাইজিংবিডির কথোপকথন,

-বিপিএলের ট্রফিটা কি এসেছে?

-হ‌্যাঁ, ১৭-১৮ তারিখেই এসেছে।

- একটা ছবি পাঠাতে পারবেন?

- আমাকে তো বিপদে ফেলবেন …

-যদি এসে থাকে তাহলে বিপদে ফেলার আছে?

-সময় হলেই দেখতে পারবেন…

সেই সময় বুঝি চলেই এলো! বিপিএলের আজকের ফাইনালের আগে বিসিবি উন্মোচন করবে দ্বাদশ বিপিএলের চ‌্যাম্পিয়নস ট্রফি।

বিপিএলের ট্রফি নিয়ে এই রহস‌্য আজকের নয়। টুর্নামেন্ট শুরুর আগের থেকেই। শূন‌্য হাতে শুরু হয়েছিল বিপিএলের দ্বাদশ আসর। হয়নি ট্রফি উন্মোচন। ছিল না ক‌্যাপ্টেন্স মিট। কড়া সমালোচনার পর বিসিবি আগ বাড়িয়ে জানিয়ে দেয়, বিপিএলের ট্রফি নিয়ে উৎকণ্ঠাই চাচ্ছিলেন তারা! কেন?

কারণ, প্রথমবারের মতো হীরাখচিত ট্রফি এসেছে বিপিএলের জন্য। আর ট্রফিটি বাবদ বিসিবিকে গুনতে হয়েছে ২৫ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ৩০ লাখ টাকারও বেশি। আকর্ষণীয় এই ট্রফি আজ শুক্রবার বিপিএলের ফাইনালের দেড় ঘণ্টা আগে সবার উপস্থিতিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উন্মোচিত করা হবে।

সন্ধ‌্যা ৬টায় দ্বাদশ আসরের ফাইনালে মাঠে নামবে রাজশাহী ওয়ারির্স ও চট্টগ্রাম রয়‌্যালস। টুর্নামেন্টের শীর্ষ দুই দলই এবার শিরোপার মঞ্চে। বলার অপেক্ষা রাখে না, টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাবিহক ও ফলের ভিত্তিতে সেরা দলই মাঠে নামবে শিরোপার যুদ্ধে।

বিপিএলে রাজশাহীর ফ্রাঞ্চাইজি এর আগে শিরোপা জিতেছে। চট্টগ্রাম জিততে পারেনি একবারও। গতবার তারা ফাইনালে উঠেও রানার্সআপ হয়েছিল। এবার কার মুখে ফুটবে হাসি সেটা দেখার অপেক্ষা।

চট্টগ্রামের জন‌্য এবারের বিপিএলের শুরুটা সুখকর ছিল না। মাঠে নামার ২৪ ঘণ্টা আগে মালিকানা হারায় দলটি। এরপর বিসিবি দায়িত্ব নিয়ে দল পরিচালনা করে। শুরুর ওই বিপর্যয় সামলে যেভাবে চট্টগ্রাম ফাইনালে পৌঁছেছে তা অনেকটাই অবিশ্বাস‌্য। এখন শিরোপার থেকে এক পা দূরে দাঁড়িয়ে চট্টগ্রাম জয় ভিন্ন কিছু চিন্তা করছে না।

চট্টগ্রামকে ফাইনালে তোলার নায়ক শেখ মাহেদীর শিরোপার তাড়নার খবর বোঝা গেল কণ্ঠেই, ‘‘ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না? সবাই দেখবে। তবে আজ যারা ভালো ক্রিকেট খেলবে, যারা সব বিভাগে ভালো করবে, তারাই শিরোপা জিতবে। আমার মনে হয় প্রত্যেক ক্রিকেটারই চায় শিরোপা জিততে। সবার ভিতরে সে ক্ষুধা আছে। দেখা যাক, কী হয়।”

প্রতিপক্ষ রাজশাহীর বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে চট্টগ্রাম এগিয়ে আছে। প্রাথমিক পর্বে দুই লড়াইয়ে দুই দলেরই জয় ছিল একটি করে। কোয়ালিফায়ার জিতে চট্টগ্রাম চলে আসে ফাইনালে। রাজশাহী ম‌্যাচ হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে যায়। সেখানে জিতে এখন শিরোপার মঞ্চে। তাদেকে বেশ সমীহ করছেন মাহেদী,

‘‘আমার কাছে মনে হয়, বিপিএলে সেরা দলগুলোর একটি রাজশাহী। খুবই ভারসাম্যপূর্ণ দল, সব বিভাগে খুব ভালো ক্রিকেটার আছে এবং তারা পুরো আসরে ভালো ক্রিকেট খেলে এসেছে। আমার কাছে রাজশাহী দল চেয়ে বেশি ভালো লেগেছে এ বছর।’’

রাজশাহী এর আগে শিরোপা জিতেছিল ২০১৯ সালে। তখন ফ্রাঞ্চাইজির নাম ছিল রাজশাহী রয়‌্যালস। ছয় বছর পর রাজশাহী এখন নতুন নামে, রাজশাহী রয়‌্যালস। শিরোপা ছাড়া রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ভিন্ন কিছু চিন্তা করছে পারছেন না, ‘‘আমরা খুবই খুশি। রাজশাহী নতুন মালিকানায় এসেছে। নতুন একেবারে। এজন‌্য তাদের অনুভূতিটা বেশ ভিন্ন। আমরা এখন পর্যন্ত যেভাবে খেলেছি তাতে সন্তুষ্ট। ঠিক এভাবেই আমরা শেষ ম‌্যাচটিও খেলতে চাই।’’

শিরোপার জন‌্য বাড়তি চাপ নিতে নারাজ শান্ত, ‘‘আমরা ফল নিয়ে চিন্তা করছি না। আমরা প্রক্রিয়ায় স্থির থেকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবো। ফাইনাল বড় উপলক্ষ‌্য। এজন‌্য আমাদেরকে স্নায়ু স্থির রেখে খেলতে হবে। যেন খেলাটাকে উপভোগ করেই খেলতে হবে।’’

দুই দলই এর আগে দুইবার করে ফাইনালে উঠেছে। রাজশাহী ছয় বছর আগে শিরোপা ছোঁয়া হলেও চট্টগ্রাম এখনও ফাইনালে জয়ের খাতা খোলেননি। আজই কী সেই দিন? কড়া সমালোচনা, হযবরল আয়োজনে সিলেটে শুরু হয়েছিল বিপিএল। নানা জটিলতা পেরিয়ে, নানা পথ ঘুরে বিপিএল এখন ফাইনালের মঞ্চে। রাজশাহী নাকি চট্টগ্রাম কার মুখে হাসিটা শেষ পর্যন্ত থাকে সেটাই দেখার।