বিপিএলের ফাইনালের আগে দর্শকদের জন্য ছোট পরিসরে সমাপণী আয়োজন রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিল বিপিএলের হীরাখচিত ট্রফি। যে ট্রফিতে বিসিবি দুবাই থেকে বানিয়ে এনেছে ২৫ লাখ ডলারে।
ফাইনালের আগে এই ট্রফি দেখেনি কেউ। টুর্নামেন্টের শুরুর আগে কিংবা ফাইনালের আগেও ট্রফি উন্মোচন করেনি বিসিবি। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মাঠে হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে আসা হয়। জাতীয় নারী দলের অধিনায়ক সালমা খাতুন ও যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীসহ আকর্ষণীয় ট্রফি মিরপুর শের-ই-বাংলায় অবতরণ করে বিকেল সাড়ে চারটার পর।
এর আগে মিরপুর স্টেডিয়ামের আকাশে কয়েকবার চক্কর দেয় ট্রফি বহনকারী হেলিকপ্টার। বিপিএলের ফাইনালের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মাহেদী হাসান ট্রফি উন্মোচন করেন। লাল মখমলের কাপড় সরিয়ে দুই ফাইনালিস্ট অধিনায়ক ট্রফি উন্মোচন করেন। বড় পর্দায় প্রথমবারের মতো ট্রফি দেখে উপস্থিত প্রায় ১৫ হাজার দর্শক চিৎকার করে উঠেন।
সালমা ও আকবর ট্রফি নিয়ে নিচে নেমে আসলে ক্ষুদে বাচ্চারা একপাশে দাঁড়িয়ে ট্রফির দেখা পান। এরপর নিয়ে যাওয়া হয় ডায়াসে। যেখানে নাজমুল ও মাহেদী ট্রফি উন্মোচন করে। এরপর আয়োজকরা খোলা গাড়িতে করে ট্রফি পুরো মাঠে প্রদক্ষিণ করেন। এ সময়ে রং বেরংয়ের কালার স্মোক ছড়ানো হয় পুরো মাঠে।
ট্রফির আনুষ্ঠানিকতা শেষে ছিল ৫ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে পারফর্ম করেন অভিনেত্রী তানজিন তিশা। বিপিএলের শুরুতে সিলেটেও পারফর্ম করেছিলেন তিনি। এবার সমাপণীতেও উষ্ণতা ছড়ান গুণী অভিনেত্রী। ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানের সঙ্গে পারফর্ম করেন তিনি।
সন্ধ্যা ৬টায় শুরু হবে বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এর আগে ২০১৯ সালে একবারই শিরোপা জিতেছিল। চট্টগ্রাম বিপিএলের ইতিহাসে কখনো শিরোপা জেতেনি। রাজশাহী নাকি চট্টগ্রাম কার মুখে হাসিটা শেষ পর্যন্ত থাকে সেটাই দেখার।