খেলাধুলা

তানজিদের সেঞ্চুরিতে ফাইনালে লড়াকু পুঁজি পেল রাজশাহী

তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে বিপিএলের দ্বাদশ আসরের ফাইনালে লড়াকু পুঁজি পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে। জিততে চট্টগ্রাম রয়্যালসকে করতে হবে ১৭৫ রান।

ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় রাজশাহী। সাহিবজাদা ফারহান ও তানজিদের ব্যাটে ১০.১ ওভারেই তারা তুলে ফেলে ৮৩ রান। এই রানে ফারহান ফিরেন ২ চার ও ১ ছক্কায় ৩০ করে। এরপর কেন উইলিয়ামসনকে নিয়ে দলীয় সংগ্রহকে এগিয়ে নেন তানজিদ। ১৩০ রানের মাথায় উইলিয়ামসন ফিরেন ২ চার ও ১ ছক্কায় ২৪ রান করে। কিউই অভিজ্ঞ ব্যাটসম্যান বিদায় নেওয়ার পর সেঞ্চুরি তুলে নেন তানজিদ। ক্রিস গেইল ও তামিম ইকবালের পর তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএলের ফাইনালে সেঞ্চুরি করেন তিনি। ৬১ বলে ৬টি চার ও ৭ ছক্কায় ১০০ রান করেন। অবশ্য পরের বলেই আউট হয়ে যান তিনি। শেষ দিকে জিমি নিশামের অপরাজিত ৭ ও নাজমুল হোসেন শান্তর ১১ রানে ভর করে ১৭৪ পর্যন্ত যায় রাজশাহী।

বল হাতে মুকিদুল ইসলাম মুগ্ধ ৪ ওভারে ২০ রানে ২টি ও শরিফুল ইসলাম ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন।

রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এর আগে একবার (২০১৯ সালে), বিপিএলের ট্রফি জয়ের স্বাদ পেয়েছে। আজ জিততে পারলে সেটি হবে তাদের দ্বিতীয় শিরোপা। অন্যদিকে চট্টগ্রামের সামনে সুযোগ একেবারেই ভিন্ন- বিপিএলের দীর্ঘ যাত্রায় এবারই প্রথমবার ট্রফি জয়ের দুয়ারে তারা। পারবে কি চট্টগ্রাম?