খেলাধুলা

বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত‌্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইশতিয়াক সাদেক পদত‌্যাগ করেছেন। অত‌্যন্ত দক্ষ ও প্রভাবশালী ক্রিকেট সংগঠক এবারের বোর্ডে প্রথমবারের মতো পরিচালক হিসেবে যুক্ত হয়েছিলেন। বোর্ডের মেয়াদ খুব বেশিদিন হয়নি। কিন্তু হুট করেই পরিচালকের পদ ছাড়লেন তিনি।

জানা গেছে, বোর্ড সভাপতিকে যে চিঠি তিনি দিয়েছেন সেখানে ব‌্যক্তিগত কারণ দেখিয়েছেন। এরপর সংবাদ সম্মেলনে এসে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর তার না থাকার কারণ ব‌্যাখ‌্যা করেছেন।

‘‘ইশতিয়াক সাহেবের বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ। পারিবারিক সমস্যা আছে। আমাদের যখন ক্রিকেট কনফারেন্সটা হয়, তারপর আমাদের প্রাইম ব্যাংক স্কুল নিয়ে আমাদের ৯- ১০ তারিখ আমাদের বসার কথা, আমরা বসেছি স্কুল টুর্নামেন্ট। তারপর থেকে তিনি কিন্তু অনুপস্থিতি। তিনি কোনোভাবে বোর্ড মিটিংয়ে আসেন না। তাকে পাওয়া যায় না। পুরো পারিবারিক ভাবে উনি সম্পৃক্ত।’’

ইশতিয়াক সাদেকের আচমকা বোর্ড থেকে সরে যাওয়ার ঘোষণা সেদিনই আসল যেদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা ও না খেলার ইস্যুতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বিসিবির সাম্প্রতিক সময়ের নানাবিধ বিতর্কিত কারণে বোর্ডের অনেক পরিচালকই সন্তুষ্ট ছিল না। বিশেষ করে শেষ এক মাসে বোর্ড যেসব অস্থিরতা সামলেছে সেগুলো যোগ‌্য হাতে, পেশাদারিত্ব নিয়ে করার সুযোগ ছিল। কিন্তু বোর্ডের অনেকেই মনে করছেন, বিসিবি স্বাধীন সংস্থা হলেও নিজেদের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছে না এবং সিদ্ধান্তও নিতে পারছে না।

তবে চলমান নানা ঘটনার সঙ্গে ইশতিয়াকের দায়িত্ব ছাড়ার যোগসূ্ত্র আছে কিনা তা-ও পরিস্কার করেছেন আসিফ আকবর, ‘‘আমরা তাকে কোথাও পাচ্ছি না। উনি আসেন না বিসিবিতে। আপনারা দেখেননি নিশ্চয়ই বিপিএলে রংপুর রাইডার্স তাকে দেখা যায়নি শুধু বোধহয় অকশনে দেখেছেন তাকে সবশেষ। তিনি যে চিঠিটা তিনি পাঠিয়েছেন প্রেসিডেন্ট বরাবর সেটা হচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এটার বাইরে কোনো কিছু কথা বলেননি। ওইটার প্রেক্ষিতে বিসিবি প্রেসিডেন্ট বোর্ডের মিটিংয়ে বলেছেন আমাদের যে পরবর্তীতে উনি ইশতিয়াক ভাইয়ের সাথে কথা বলবেন।”

গত অক্টোবরে বিসিবি নির্বাচনে দুই নম্বর ক্যাটেগরি থেকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইশতিয়াক সাদেক। বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধানও ছিলেন তিনি। তার পদত‌্যাগের আগের দিন বিসিবির আরেক পরিচালক মুখলেসুর রহমান বিসিবির অডিট কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরে যান। তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।