খেলাধুলা

বিশ্বকাপে খেলবে কিনা সোমবার সিদ্ধান্ত জানাবে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতিগত অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান জাতীয় পুরুষ ক্রিকেট দল। রোববার (২৫ জানুয়ারি, ২০২৬) পিসিবি প্রধান মহসিন নকভির সঙ্গে বৈঠকে বসে খেলোয়াড়রা স্পষ্ট করে দেন, এই সংবেদনশীল বিষয়ে বোর্ড যে অবস্থান নিয়েছে, তাতে তারা একমত। শুধু তাই নয়, বিশ্বকাপে পাকিস্তান দল অংশ নিবে কিনা সে বিষয়ে আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবে পিসিবি।

জিও নিউজের বরাতে জানা গেছে, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্তের পর পিসিবির অবস্থান ক্রিকেটারদের সামনে তুলে ধরতেই এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে খেলোয়াড়রা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যকার বিরোধে মহসিন নকভির ‘নীতিনিষ্ঠ ও দৃঢ়’ ভূমিকার প্রশংসা করেন।

উল্লেখ্য, খেলোয়াড়দের নিরাপত্তা ও কল্যাণের কথা বিবেচনায় ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। সংস্থাটি দাবি করে, ভারতে বাংলাদেশের জন্য কোনো “বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি” পাওয়া যায়নি। তবে মহসিন নকভি এই সিদ্ধান্তকে আইসিসির “দ্বৈত নীতির প্রতিফলন” বলে মন্তব্য করেন।

পিসিবি প্রধান বলেন, পাকিস্তান এই বিষয়ে সরকারের নির্দেশনা অনুসরণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের প্রতি পাকিস্তানের সমর্থন এসেছে ক্রিকেটের মৌলিক নীতিবোধ থেকেই। খেলায় রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধেও সতর্ক করেন তিনি।

“রাজনীতির ভারে জর্জরিত ক্রিকেট কারও জন্যই ভালো নয়। সবাইকে ক্রিকেটের নীতিমালার মধ্যেই কাজ করতে হবে,” -বলেন নকভি।

সূত্র জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আলোচনার জন্য আগামীকাল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন পিসিবি প্রধান।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে দলকে শুভকামনা জানিয়েছেন মহসিন নকভি। তিনি বলেন, সাফল্যের জন্য দলগত প্রচেষ্টার বিকল্প নেই। পাকিস্তান দলে প্রতিভার অভাব নেই এবং প্রতিটি বিভাগে লড়াই করার সক্ষমতা তাদের রয়েছে। সমর্থকরাও দলের কাছ থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা, প্রধান কোচ মাইক হেসন, পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা, মিডিয়া ও কমার্শিয়াল পরিচালক এবং দলের ম্যানেজার।