উয়েফা চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য এক রাত উপহার দিল লিসবন। বুধবার দিবাগত রাতে গোলরক্ষক আনাতোলি থ্রুবিনের যোগ করা সময়ের হেডার গোলেই রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল বেনফিকা। উত্তেজনা, লাল কার্ড আর শেষ মুহূর্তের বিস্ময়ে ভরা এই ম্যাচে শেষ হাসি হাসল পর্তুগিজ জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ছিল। ৩০তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু সেই লিড বেশিক্ষণ টেকেনি। ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস শেলডারুপ হেডে গোল করে সমতা ফেরান। বিরতির ঠিক আগে নাটক আরও বাড়ে। অরেলিয়েন চুয়ামেনির ফাউলে পাওয়া পেনাল্টি থেকে ভ্যাঙ্গেলিস পাভলিদিস গোল করে বেনফিকাকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বাড়ে। ৫৪তম মিনিটে শেলডারুপ নিজের দ্বিতীয় গোলটি করলে বেনফিকার সমর্থকেরা স্বপ্ন দেখতে শুরু করেন। তবে চার মিনিটের মধ্যেই এমবাপ্পে আবারও রিয়ালকে ম্যাচে ফেরান। নিচু শটে নিজের দ্বিতীয় গোল, লিগ পর্বে তার ১৩তম।
এরপর দুই দলই সুযোগ পায়। বেনফিকার হয়ে জর্জি সুদাকভের শট বাইরে যায়, আর থ্রুবিন দুর্দান্ত সেভ করেন গুলের ও রদ্রিগোর প্রচেষ্টা ঠেকিয়ে। অন্যদিকে থিবো কোর্তোয়া কাছ থেকে লিয়ান্দ্রো বারেইরোর শট আটকে দেন।
শেষ দিকে ম্যাচ পরিণত হয় বিশৃঙ্খলায়। যোগ করা সময়ে রাউল আসেনসিও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তার কয়েক মিনিট পর লাল কার্ড দেখেন রদ্রিগোও। নয়জনের দলে পরিণত হয় রিয়াল।
আর তখনই আসে সেই অবিশ্বাস্য মুহূর্ত। অষ্টম মিনিটের অতিরিক্ত সময়ে ফ্রেডরিক আউরসনেস ফ্রি কিক বক্সে ভাসিয়ে দেন। সবার ওপরে উঠে হেডে বল জালে পাঠান গোলরক্ষক থ্রুবিন। স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে।
এই জয়ে গোল ব্যবধানে মার্সেই ও পাফোসকে পেছনে ফেলে প্লে-অফ নিশ্চিত করে বেনফিকা। অন্যদিকে হারে টেবিলে নবম হয়ে সিডেড প্লে-অফে নামতে হলো রিয়াল মাদ্রিদকে।