খেলাধুলা

ফাইনালে চিটাগং কিংস

বিপিএল-এর দ্বিতীয় সেমিফাইনালে চিটাগং কিংস ৩ উইকেটে সিলেট রয়েলসকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। আজ মিরপর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা এ দুটি দল মুখোমুখি হয়।

টসে জিতে প্রথমে সিলেটকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টপ অর্ডারদের ব্যর্থতায় প্রথমে রান তুলতে ব্যার্থ সিলেট রয়েলস শেষ দিকে মুশফিকুর রহিমের ৩৬ এবং এলটন চিগাম্বুরার ৪২ রানে ১৪৯ রান সংগ্রহ করে।

লড়াকু টার্গেটের বিপক্ষে বোলিং করতে নেমে সিলেট রয়েলসে প্রথম দিকেই সাফল্য এনে দেন বোলাররা। ৪ রান তুলতেই জেসন রয় এবং রবি বোপরা ফেরে প্যাভিলীয়নে। সেখান থেকে নাঈম ইসলাম ও নুরুল ৫৬ রান তোলেন মাত্র ৪১ বলে।

শেষ ১২ বলে প্রয়োজন ৭ রান। নাজমুলের ওভারে প্রথম ৩ বলে ৩ রান নিলেও চতুর্থ বলে আরিফুল বোল্ড হয়ে ফিরে যান। ২ চার ১ ছয়ে আরিফুল ২৩ রান করেন। পরের বলে নাজমুল কেভিন কুপারকে শূণ্য রানে এলবিডাব্লিউ-এর ফাঁদে ফেলেন। হ্যাট্রিকের সম্ভাবনা জাগালেও জ্যাকব ওরামকে বাউন্স দিয়ে ওভার শেষ করেন।উত্তেজনাপূর্ণ খেলায় শেষ ওভারে ৪ রানের প্রয়োজন হয় চিটাগং কিংসের। সাজিদুলের প্রথম বলে রায়ান পয়েন্টের উপর দিয়ে চার মেরে দলের জয় নিশ্চিত করে।

ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় রায়ান টেন ডেসকাট।সম্পাদনা: সাইফুল হক সদল