খেলাধুলা

ঘানাকে হারিয়ে শিরোপা আইভরি কোস্টের

ক্রীড়া ডেস্ক : ঘানাকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতেছে আইভরি কোস্ট। ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য শেষ হলে টাইব্রেকারে ঘানাকে ৯-৮ গোলে হারায় ইয়াইয়া তোরের দল। আফ্রিকান নেশনস কাপে এটা আইভরি কোস্টের দ্বিতীয় শিরোপা। এর আগে তারা প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৯২ সালে।মজার বিষয়, ওই ফাইনালে আইভরি কোস্টের প্রতিপক্ষ ছিল এই ঘানাই। আর সেবারও তাদের টাইব্রেকারে ১১-১০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আইভরি কোস্ট! রোববার গিনির স্ট্যাডিও ডি ব্যাটা স্টেডিয়ামে খেলার ৯০ মিনিট কোনো দলই গোল করতে পারেনি। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও স্কোরলাইন গোলশূন্য থাকে। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।টাইব্রেকারে প্রথম পাঁচটি করে স্পট-কিকে দুই দলই ২টি করে মিস করে। এরপর আউটফিল্ড খেলোয়াড়দের কিক শেষ হয়ে যাওয়ার পর আসেন দুই দলের গোলরক্ষক।এতে ঘানার গোলরক্ষক রাজাক ব্রাইমাহার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আইভরি কোস্টের বৌবাকার ব্যারি। এরপর নিজের স্পট-কিকে ঘানার গোলরক্ষককে পরাস্ত করে আইভরি কোস্টকে দারুণ এক জয়ও এনে দেন ওই ব্যারি।তথ্যসূত্র : গোল ডটকম, মেইল অনলাইন

     

রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৫/পরাগ/টিপু