ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে নিজেদের প্রথম চার আসরে বাংলাদেশের কোনো সেঞ্চুরিই ছিল না। তবে পঞ্চম বিশ্বকাপে এসে সে দুঃখ ঘুচিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
শুধু একটি সেঞ্চুরি নয়, ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করে বিশ্বকাপে গ্রেটদের কাতারে নিজের নামও লিখিয়েছেন মাহমুদউল্লাহ। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মতো দলের পেসারদের বল পিটিয়ে ছাতু বানিয়ে ফেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এ বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকও মাহমুদউল্লাহ। ছয় ম্যাচে দুটি সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ৩৬৫ রান করেন তিনি।
অপরদিকে বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন পেসার রুবেল হোসেন। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের মূল কারিগরও ছিলেন তিনি। অন্য দলগুলোর বিপক্ষেও অসাধারণ বোলিং করেছেন এই পেসার। ছয় ম্যাচে রুবেল নিয়েছেন আট উইকেট।
এদিকে সফল বিশ্বকাপ মিশন শেষে রোববার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সংবাদ সম্মেলনে কথা বলেন দলীয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ সময়ে মাহমুদউল্লাহকে ‘আউটস্ট্যান্ডিং’ ও রুবেলকে ‘ব্রিলিয়ান্ট’ বলে মন্তব্য করেন টাইগার অধিনায়ক।
মাশরাফি বলেন, ‘বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদ ছিল অসাধারণ। ও অনেক চাপে ছিল, তারপরও অনেক ভালো খেলেছে। আর বোলিংয়ে রুবেল ছিল ব্রিলিয়ান্ট।’
মাহমুদউল্লাহ-রুবেল ছাড়া অন্য সতীর্থদেরও প্রশংসা করেন মাশরাফি। তিনি বলেন, ‘মুশফিক ভালো খেলেছে। সৌম্য বড় স্কোর করতে পারেনি। তবে ওর চারগুলো ছিল অসাধারণ। সাব্বিরও ভালো খেলেছে। তাসকিন অসাধারণ বোলিং করেছে।’
রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৫/পরাগ/নওশের