ক্রীড়া প্রতিবেদক : বছরের শুরুতে সফল বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ দল। বছরের বাকি সময়টাও বেশ ব্যস্ত কাটবে ক্রিকেট দলের।
আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। যদিও তাদের সফর এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে দুই দলের।
এরপর জুনে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর অবশ্য চূড়ান্ত। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে সে সিরিজে। এ ছাড়া ভারতেরও বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। সব মিলিয়ে বছরটা বেশ ব্যস্তই কাটবে বাংলাদেশ দলের।
এদিকে সফল বিশ্বকাপ মিশন শেষে রোববার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপের অভিজ্ঞতা সামনের সিরিজগুলোতে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন টাইগার অধিনায়ক।
মাশরাফি বলেন, ‘বিশ্বকাপে সবার প্রত্যাশা ছিল না যে আমরা কোয়ার্টার ফাইনাল খেলব। তবে আমাদের আশা ছিল আমরা খেলতে পারব এবং খেলেছি। আমাদের প্রত্যেকটা জয় দারুণ ছিল। এ বছরে আমাদের গুরুত্বপূর্ণ সিরিজ আছে। আমরা বিশ্বকাপ থেকে ভালো অভিজ্ঞতা নিয়ে এসেছি, যা সামনের সিরিজে কাজে লাগবে।’
রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৫/পরাগ/নওশের