নির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন আনিসুল-কবরী-নাদের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি আনিসুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।এ ছাড়া জাসদ নেতা ও অভিনেতা নাদের চৌধুরী ও চিত্রনায়িকা ও প্রাক্তন সংসদ সদস্য সারা বেগম কবরীর মনোনয়নপত্র জমা দিয়েছেন উত্তর সিটিতে।রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আগারগাঁওয়ে ঢাকা উত্তরের রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা এ মনোনয়নপত্র জমা দেন।এদিন বিকেলে উত্তরের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনিসুল হক নিজে এসে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক ও বিজিএমইর সভাপতি আতিকুর রহমান।প্রায় একই সময়ে জাসদ নেতা অভিনেতা নাদের চৌধুরী ও চিত্রনায়িকা প্রাক্তন সংসদ সদস্য সারা বেগম কবরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।প্রসঙ্গত, উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন ২৯  জন।  এরা হলেন :  এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি আনিসুল হক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুব ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল কাফি, জাতীয় পার্টির বাহাউদ্দিন আহমেদ বাবুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিকল্প ধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী, ববি হাজ্জাজ, সারাহ বেগম কবরী, বিএনপির বহিষ্কৃত নেতা চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, মো. আবু তাহের, ফকির শেখ মুসলেউদ্দীন আহমেদ, শেখ শহীদুজ্জামান, আওয়ামী লীগ নেতা এখলাস উদ্দিন মোল্লা, নাঈম হাসান, তাইফুল সিরাজ, বিএনএফের মো. আতিকুর রহমান নাজিম, হেলেনা জাহাঙ্গীর, এ ওয়াই এম কামরুল ইসলাম, কাজী মো. শহীদুল্লাহ, জাতীয় স্বাধীনতা পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, সামছুল আলম চৌধুরী, মো. আনিসুজ্জামান খোকন, মো. জামান ভূঁইয়া, অভিনেতা নাদের চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ মোহাম্মদ ফজলে বারি মাসুদ, তাবিথ আউয়াল ও মাহবুবুর রহমান।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২৮ এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ ও ২ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ তারিখ  ৯ এপ্রিল।

       

রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৫/মিথুন/নওশের/কমল কর্মকার