নির্বাচন

জাপা প্রার্থীদের পক্ষে প্রচারে দলের শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের পক্ষে ভোট চেয়ে রোববার প্রচারের শেষ দিনে ব্যাপক গণসংযোগ করেছেন দলটির শীর্ষ নেতারা। জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে একটি দল সকাল থেকে ঢাকা দক্ষিণে মেয়র পদপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনের নির্বাচনী এলাকা খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় গণসংযোগ করেন। এ সময় তারা দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে ভোট চান। সোফা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন নেতারা। এসব এলাকায় তিনটি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে দলের দেলোয়ার হোসেন খান বলেন, ‘রাজধানী ঢাকার সবকিছুই পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া। গত ২৪ বছরে বড় দুই দল ঢাকাবাসীর জন্য কিছুই করতে পারেনি। স্বপ্নের তিলোত্তমা নগরী গড়তে পল্লীবন্ধুর প্রার্থী সাইফুদ্দিন মিলন ও পার্টির কাউন্সিলর পদপ্রার্থীদের ভোট দিন।’তার সঙ্গে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাকসুদ হোসেন মন্টু, মহানগর জাপা নেতা এম এ কাইয়ুম, জমির আলী, হায়দার, রবি সিং, আব্দুল মান্নান, সিরাজ পাঠান প্রমুখ।অন্যদিকে দলের আরেক প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি সাইদুর রহমান টেপার নেতৃত্বে আরেকটি দল রোববার দুপুর থেকে সারাদিন সাইফুদ্দিন আহমেদ মিলনের জন্য ভোট চেয়ে নগরীর কাকরাইল, বিজয়নগর, নয়াপল্টন, পুরানা পল্টন ও সেগুনবাগিচা এলাকায় প্রচার চালান। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির দফতর সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর হোসেন, যুগ্ম-সমাজকল্যাণ সম্পাদক লিয়াকত হোসেন চাকলাদার, কাউন্সিলর পদপ্রার্থী হুমায়ন কবীর, সংরক্ষিত নারী আসনের প্রার্থী মিনি খানসহ মহানগর ও থানার নেতারা। জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জহিরুল আলম রুবেলের নেতৃত্বে নেতা-কর্মীরা সকাল থেকে দক্ষিণের নির্বাচনী এলাকা শাহজাহানপুর, শান্তিবাগ, ফকিরাপুল, এজিবি কলোনি, টিঅ্যান্ডটি কলোনি ও কমলাপুর এলাকায় হাজী মিলনের সমর্থনে নির্বাচনী প্রচার চালান। তারা এলাকাবাসীকে সোফা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় রুবেলের সঙ্গে স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী জুবের আলম খান রবিন, মো. সেলিম, রাসেল মিয়া, মহানগর জাপা নেতা হিরু বাবলু, জাহাঙ্গীর আলম, পল্লী হোসেন, কাউসার হোসেনসহ স্থানীয় জাপা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংরক্ষিত আসনের কাউন্সিলরদের জন্য ভোট চেয়ে দিনভর গণসংযোগ চালিয়েছেনমহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হোসেন মৌসুমীসহ অনেক নেতা-কর্মী। তারা উত্তর-দক্ষিণের বিভিন্ন এলাকায় গিয়ে কাউন্সিলর পদপ্রার্থীর জন্য ভোট চান। এ সময় জাপা কাউন্সিলর পদপ্রার্থীদের পক্ষে লিফলেট বিতরণ করেন। মৌসুমীর সঙ্গে নগরীর বিভিন্ন স্থানে মহিলা পার্টির নেত্রী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিনি খান, মনোয়ারা মানু, শাহনাজ পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রচারের শেষ দিনে উত্তর সিটির মেয়র পদপ্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল দিনভর উত্তরা, মহাখালী, গুলশান, মগবাজার এলাকায় গণসংযোগ করেছেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এম  ফয়সল চিশতী,  যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম নুরু, জাহাঙ্গীর আলম পাঠান, মো. আলী শেখ, নজরুল ইসলাম সর্দার, ইদ্রিস আলী কুদু ও হাজী রফিক প্রমুখ।একইভাবে রোববার দিনভর দক্ষিণের নির্বাচনী এলাকায় প্রচার চালান জাপা দক্ষিণের মেয়র পদপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন। তিনি নগরীর কামরাঙ্গিরচর, হাজারীবাগ, পিলখানা, চকবাজার, মৌলভীবাজার, বড়কাটারা, উর্দূ রোড, ইমামগঞ্জ, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, মতিঝিলসহ তার নির্বাচনী এলকা চষে বেড়ান। তার সঙ্গে উপস্থিত ছিলেন পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম মিলন, হাজী মো. মাসুম চৌধুরী, মো. ওয়াহিদ উল্ল্যাহ, মো. সাদেক, মো. হানিফ ও মো. নাসির  প্রমুখ।

       

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৫/নঈমুদ্দিন/রফিক