নির্বাচন

হাকিমপুর পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

হিলি প্রতিনিধি : হাকিমপুর পৌরসভার বিদ্যুৎ বিল ১০ লাখ ৬৫ হাজার টাকা বকেয়া থাকায় পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি-২ হিলি সাবজোন অফিস।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

এদিকে পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পৌরসভার বিভিন্ন সড়কের লাইটগুলো বন্ধ হয়ে গেছে। ফলে পুরো পৌরসভা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।

 

পল্লী বিদ্যুৎ সমিতি-২ হিলি সাবজোনের এজিএম হাবিবুর রহমান রাইজিংবিডিকে জানান, ২০১৩ সাল থেকে হাকিমপুর পৌরসভার বিভিন্ন মিটারের বিদ্যুৎ বিল বাবদ ১০ লাখ ৬৫ হাজার টাকা বকেয়া ছিল। এ বিষয়ে মেয়রকে অনেকবার অনুরোধ করা হলেও বিলের কোন টাকা পরিশোধ করা হয়নি। ফলে পৌরসভার সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

   

রাইজিংবিডি/হিলি/০৩ ডিসেম্বর ২০১৫/হালিম আল রাজী/মুশফিক