নির্বাচন

হবিগঞ্জে আ.লীগের ২ বিদ্রোহী মেয়র প্রার্থী বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে হবিগঞ্জের দুই পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার দায়ে আওয়ামী লীগের দুই বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

 

মঙ্গলবার জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান স্বাক্ষরিত এবং দফতর সম্পাদক আলমগীর খানের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

 

বিবৃতিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান হবিগঞ্জ পৌরসভায় এবং জেলা স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সহসভাপতি আতাউর রহমান মাসুক শায়েস্তাগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

 

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, যেসব দলীয় নেতাকর্মী বহিষ্কারদের প্রার্থীকে পৌর নির্বাচনে সহযোগিতা করবেন, তাদের বিরুদ্ধেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক আলমগীর খান বিষয়টি জানান।  রাইজিংবিডি/হবিগঞ্জ/১৬ ডিসেম্বর ২০১৫/মামুন চৌধুরী/দিলারা