নির্বাচন

অক্টোবরে ভোটার তালিকা প্রকাশ

শ্যামল কান্তি নাগ ঢাকা, ১৮ সেপ্টেম্বর: অক্টোবরে প্রকাশ করা হচ্ছে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা। ওই মাসেই ভোটররা হাতে পাবেন ভোটার আইডি কার্ড।নির্বাচন কমিশনার শাহনেওয়াজ রাইজিংবিডিকে জানিয়েছেন, আগামী ২৪ জানুয়ারীর মধ্যে নির্বাচন হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন তার আলোকে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে সাংবিধানিক নিয়মেই নির্বাচন হতে হবে। এজন্য যে প্রস্তুতি দরকার তা সেরে ফেলতে চায় কমিশন।শাহ নেওয়াজ জানান, অক্টোবর মাসের মধ্যেই ভোটার তালিকা প্রকাশ করা হবে। সংশোধিত আকারেই প্রকাশ হচ্ছে এই ভোটার তালিকা। তারপরেও যদি কোন ভুল ত্রুটি থাকে তা দ্রুত সংশোধন করবে স্থানীয় নির্বাচন অফিসগুলো। ভোটার আইডি কার্ডও বিতরণ করা হবে অক্টোবরে। রাজধানী ঢাকায় ভোটার আইডি কার্ড বাড়ী বাড়ী গিয়ে বিতরণ হবে নাকি কাউন্সিলর অফিসে বসে বিতরণ করা হবে সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা মোবাইলের মেসেজ অপসনের মাধ্যমে  তাদের ভোটার নম্বর ও কেন্দ্রের নাম জানতে পারবেন।প্রাথমিক তালিকায় ৯ কোটি ৭৪ হাজার ৩৪ জন ভোটার রয়েছে। সংশোধিত তালিকায় এই সংখ্যা বাড়তে পারে। আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে এই ভোটাররাই ভোট দেবেন।রাইজিংবিডি / এস কে নাগ / এলএ