নির্বাচন

‘তদন্ত শেষের সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষের বিষয়ে সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। তবে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিয়ে সরকার আশাবাদী।

 

শুক্রবার সকালে রাজধানীর রমনায় এক অনুষ্ঠান শেষে ‍তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক তদন্তের মাধ্যমেই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

 

উল্লেখ্য, গতকাল সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের চার বছর পূর্ণ হয়। এই চার বছরে র‌্যাবসহ সরকারের একাধিক সংস্থা এ ঘটনার তদন্ত করে খুনিদের চিহ্নিত বা গ্রেফতার করতে পারেনি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নির্মমভাবে খুন হন সাগর ও রুনি। ঘটনার রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ৫৮/এ/২, রশিদ লজ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলার ফ্ল্যাটে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ছোট ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

     

রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৬/ইভা