নির্বাচন

হাকিমপুরে আ.লীগ ২, বিএনপি ১

হিলি প্রতিনিধি : প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩টি ইউনিয়নে বেসরকারি ফলাফলে ২টিতে আওয়ামী লীগ ও ১টিতে বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে।

 

মঙ্গলবার রাত ১০টায় হাকিমপুর উপজেলা নির্বাচন কমিশন কর্তৃক বেসরকারিভাবে ঘোষণাকৃত ফলাফল অনুযায়ী- ১নং খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো.মোকলেছার রহমান ৬,৮৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মালেক ৫,২০১ ভোট পেয়েছেন।

 

২নং বোয়ালদাড় ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী মো. মেফতাউল জান্নাত ৭,০৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম ৩,২৬১ ভোট পেয়েছেন।

 

৩নং আলিহাট ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো.গোলাম রসুল বাবু ৩,১০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী এমদাদুল হক ৩,০৫৩ ভোট পেয়েছেন।

 

হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো.ইছাহাক আলী সরকার রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

     

রাইজিংবিডি/হিলি/২৩ মার্চ ২০১৬/হালিম আল রাজী/রুহুল