নির্বাচন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :  রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চূড়ান্ত অনুমোদন বা সাইট লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ লাইসেন্স প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মো. আলী জুলকারনাইনের হাতে এ লাইসেন্স তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, মুখ্যসচিব আবুল কালাম আজাদ প্রমুখ।

 

বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট ২০২৩ সালের অক্টোবরে উৎপাদনে আসার কথা রয়েছে। অন্যদিকে এর এক বছর পর দ্বিতীয় ইউনিট ২০২৪ অক্টোবরে উৎপাদনে আসবে। কেন্দ্রটি ৫০ বছর ধরে বিদ্যুৎ  উৎপাদন করবে।

   

রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৬/ইয়ামিন/সাইফ